শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে সেনা অভ্যূত্থানের পর প্রথমবারের মতো স্বশরীরে আদালতে সু চি

লিহান লিমা: [২] গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এই প্রথমবারের মতো সোমবার দেশটির নেত্রী অং সান সু চিকে স্বশরীরে আদালতে হাজির করা হয়েছে। এ সময় রাজধানী নেপিদোতে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছিলো। বিশেষ করে আদালতের দুই পাশের রাস্তা পুলিশের ট্রাক ঘেরাও করে রেখেছিলো। রয়টার্স

[৩] সু চির আইনজীবী আইনজীবী থায়ি মুয়াং মুয়াং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সু চি’র শারীরিক অবস্থা ভালো দেখা গিয়েছে, শুনানির পূর্বে তিনি ৩০ মিনিট নিজের আইনী দলের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আইনজীবীদের তিনি বলেছেন, ‘তার দল জনগণের জন্য গঠিত হয়েছে এবং যতদিন পর্যন্ত জনগণ থাকবে ততদিন তার দলের কার্যক্রম অব্যাহত থাকবে।’

[৪] মামলার পরবর্তী শুনানি ৭ জুন অনুষ্ঠিত হবে। সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গসহ মোট ৫টি মামলা দায়ের করেছে জান্তা সরকার। এছাড়া তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে গত নভেম্বরের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

[৫] এর আগে সোমবার মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ২০জন পুলিশ নিহত হয়েছেন। পিডিএফ দেশটির শান রাজ্যের মোবিয়েল শহরের পুলিশ স্টেশন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা পুলিশ স্টেশন ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও চারজন পুলিশ সদস্যকে বন্দি করে।

[৬] পিডিএফ ছাড়াও মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের সশস্ত্র গোষ্ঠিগুলো জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। মিয়ানমারের তরুণরা এই গোষ্ঠিগুলোতে যোগ দিচ্ছে। এ পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৮১৫জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ৪ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়