শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে সেনা অভ্যূত্থানের পর প্রথমবারের মতো স্বশরীরে আদালতে সু চি

লিহান লিমা: [২] গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এই প্রথমবারের মতো সোমবার দেশটির নেত্রী অং সান সু চিকে স্বশরীরে আদালতে হাজির করা হয়েছে। এ সময় রাজধানী নেপিদোতে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছিলো। বিশেষ করে আদালতের দুই পাশের রাস্তা পুলিশের ট্রাক ঘেরাও করে রেখেছিলো। রয়টার্স

[৩] সু চির আইনজীবী আইনজীবী থায়ি মুয়াং মুয়াং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সু চি’র শারীরিক অবস্থা ভালো দেখা গিয়েছে, শুনানির পূর্বে তিনি ৩০ মিনিট নিজের আইনী দলের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আইনজীবীদের তিনি বলেছেন, ‘তার দল জনগণের জন্য গঠিত হয়েছে এবং যতদিন পর্যন্ত জনগণ থাকবে ততদিন তার দলের কার্যক্রম অব্যাহত থাকবে।’

[৪] মামলার পরবর্তী শুনানি ৭ জুন অনুষ্ঠিত হবে। সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গসহ মোট ৫টি মামলা দায়ের করেছে জান্তা সরকার। এছাড়া তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে গত নভেম্বরের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

[৫] এর আগে সোমবার মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ২০জন পুলিশ নিহত হয়েছেন। পিডিএফ দেশটির শান রাজ্যের মোবিয়েল শহরের পুলিশ স্টেশন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা পুলিশ স্টেশন ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও চারজন পুলিশ সদস্যকে বন্দি করে।

[৬] পিডিএফ ছাড়াও মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের সশস্ত্র গোষ্ঠিগুলো জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। মিয়ানমারের তরুণরা এই গোষ্ঠিগুলোতে যোগ দিচ্ছে। এ পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৮১৫জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ৪ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়