শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে সেনা অভ্যূত্থানের পর প্রথমবারের মতো স্বশরীরে আদালতে সু চি

লিহান লিমা: [২] গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এই প্রথমবারের মতো সোমবার দেশটির নেত্রী অং সান সু চিকে স্বশরীরে আদালতে হাজির করা হয়েছে। এ সময় রাজধানী নেপিদোতে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছিলো। বিশেষ করে আদালতের দুই পাশের রাস্তা পুলিশের ট্রাক ঘেরাও করে রেখেছিলো। রয়টার্স

[৩] সু চির আইনজীবী আইনজীবী থায়ি মুয়াং মুয়াং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সু চি’র শারীরিক অবস্থা ভালো দেখা গিয়েছে, শুনানির পূর্বে তিনি ৩০ মিনিট নিজের আইনী দলের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আইনজীবীদের তিনি বলেছেন, ‘তার দল জনগণের জন্য গঠিত হয়েছে এবং যতদিন পর্যন্ত জনগণ থাকবে ততদিন তার দলের কার্যক্রম অব্যাহত থাকবে।’

[৪] মামলার পরবর্তী শুনানি ৭ জুন অনুষ্ঠিত হবে। সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গসহ মোট ৫টি মামলা দায়ের করেছে জান্তা সরকার। এছাড়া তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে গত নভেম্বরের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

[৫] এর আগে সোমবার মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ২০জন পুলিশ নিহত হয়েছেন। পিডিএফ দেশটির শান রাজ্যের মোবিয়েল শহরের পুলিশ স্টেশন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা পুলিশ স্টেশন ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও চারজন পুলিশ সদস্যকে বন্দি করে।

[৬] পিডিএফ ছাড়াও মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের সশস্ত্র গোষ্ঠিগুলো জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। মিয়ানমারের তরুণরা এই গোষ্ঠিগুলোতে যোগ দিচ্ছে। এ পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৮১৫জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ৪ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়