জনস্বার্থে তথ্য প্রদানকারী এবং তথ্য প্রকাশকারীর জন্য দেশে চমৎকার একটি আইন রয়েছে
পীর মিসবাহ এমপি: জনস্বার্থে তথ্য প্রদানকারী এবং তথ্য প্রকাশকারীর জন্য দেশে চমৎকার একটি আইন রয়েছে।আইনে জনস্বার্থে তথ্য প্রদানকারী সরকারী কর্মকর্তা হলেও উনার সুরক্ষা দেয়া আছে। তথ্য প্রকাশকারীর আইনটিতে সুরক্ষা রয়েছে।আইনটি হলো 'জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ(সুরক্ষা প্রদান)আইন।'
আইনটি ২০১১ সালের ৭নং আইন।আইনটি চর্চা হলে তথ্য প্রদানকারী এবং প্রকাশকারী উভয়ের জন্য মঙ্গলজনক।
আইনটির ৫(২)ধারায় বলা হয়েছে,
'জনস্বার্থ সংশ্লিষ্ট সঠিক তথ্য প্রকাশের কারণে তথ্য প্রকাশকারীর বিরুদ্ধে কোন ফৌজদারি বা দেওয়ানী মামলা বা,প্রযোজ্য ক্ষেত্রে কোন বিভাগীয় মামলা দায়ের করা যাবে না।' সরকারে থাকা সৎ ব্যক্তিরা আইনের এই ধারাটি কাজে লাগিয়ে জনস্বার্থে আইনানুগভাবে তথ্য প্রকাশে ভুমিকা রাখতে পারেন।
এরকম একটি আইনের সাথে 'তথ্য অধিকার আইন' ব্যাবহার করে সুস্থ স্বাভাবিক ধারায় দেশে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা যায়। আমাদের স্বাধীন দেশের এসব চমৎকার আইনের প্রয়োগ নিশ্চিত করে নিবর্তনমুলক উপনিবেশিক আইন বর্জন করা হোক। ফেসবুক থেকে