জেরিন আহমেদ: ভারতের একটি রিয়িলিটি মিউজিক শো থেকে উঠে আসেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই শিল্পীকে ঘিরে আলোচনা-সমালোচনা থামছেই না। বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু।
রোববার রাত ১০টার দিকে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর ফায়সাল।
সাধারণ ডায়েরি প্রসঙ্গে ইথুন বাবু বলেন, আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এটা কিভাবে মেনে নেব? মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি। কয়েকদিন আগে নোবেল তার ভেরিফায়েড পেইজ থেকে ইথুন বাবুকে কটাক্ষ করে পোস্ট দেন।
যা নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। তিনি ছাড়াও আরও কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য তুলে ধরেছেন নোবেল।
এ বিষয়ে ইথুন বাবু বলেন, ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটি মেনে নেওয়া যায় না। আপাতত জিডি করলাম। মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি। এর আগে এক প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকির অভিযোগে নোবেলের বিরুদ্ধে জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। সূত্র: বিডি নিউজ, কালের কণ্ঠ অনলাইন