শিরোনাম
◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জ সদর উপজেলার দূর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়ন থেকে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়কালে ২ আন্ত:জেলা চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

[৩] রোববার (২৩ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা এলাকায় অভিযান চালিয়ে হেলাল শেখের বাড়ী থেকে চোরাই মোটর সাইকেলসহ ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের নিয়োগীবাড়ী এলাকার হেলাল শেখের ছেলে আশরাফুল শেখ (২০) ও ফজল শেখের ছেলে হেলাল শেখ (৪০)।

[৪] সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) অনু কুমার ঘোষ সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করে জানান, মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে হেলাল শেখের বাড়ীতে ৭/৮জন ব্যক্তি চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করছে এমন অভিযোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

[৫] পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা চোররা পালিয়ে গেলেও তিনটি মোটর সাইকেলসহ ২ আন্ত:জেলা চোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পুরাতন কালো রংয়ের ১৫০ সিসি পালসার, একটি সবুজ কালো রংয়ের ১৩৫ সিসি ডিসকভার ও একটি পুরাতন লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ মোটর সাইকেল চুরি করে চরাঞ্চলে নিয়ে ক্রয়-বিক্রয় করতেন এবং তারা আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়