ওয়ালিউল্লাহ সিরাজ: [২] গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সাগর ধনকড় (২৩) ও সুশীল কুমারের মধ্যে মারামারি হয়। পরে সাগরের মৃত্যু হয়। রোববার দিল্লি পুলিশ সুশীলকে গ্রেপ্তার করে।
[৪] সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ তার মারধরেই মৃত্যু হয় সাগরের। এরপর সুশীল সিংয়ের বিরুদ্ধে দিল্লির মডেল টাউন থানায় হত্যা, অপহরণ, হত্যায় ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। এই ঘটনার পরেই পলাতক ছিলেন এই সুশীল কুমার।
#JUSTIN: Two-time Olympic medalist Sushil Kumar in police custody. @IndianExpress, @ieDelhi pic.twitter.com/lhKCwNv0lW
— Mahender Singh Manral (@mahendermanral) May 23, 2021
[৫] তদন্তে জানা যায়, পার্কিং নিয়ে তর্কের জেরে সুশীল ও সাগরের মধ্যে ঝামেলার সূত্রপাত। তবে তদন্তে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের কথাও উঠে আসে।
[৬] সুশীল কুমার ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক এবং ২০১৬ সালে বেইজিং অলিম্পিকে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এ ছাড়া কমনওয়েলথ গেমসে তিনি বৈশ্বিক খেতাব ও স্বর্ণপদক জিতেছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব