শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ উইকেটের অনন্য অর্জনে সাকিব

মাহিন সরকার: [২] মঞ্চটা প্রস্তুতই ছিল, ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। ম্যাচের শুরুতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, অলরাউন্ডারদের সুবিধা হলো এক বিভাগে ভালো করতে না পারলেও সেটা পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে।

[৩] প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করতে ১ উইকেট প্রয়োজন ছিল বিশ্বের ১ নাম্বার সাকিব আল হাসানের, আইপিএলে ১ ম্যাচ সুযোগ পেলেও উইকেট শূন্য ম্যাচ কাটায় তা পূর্ণ করতে পারেননি। এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের, রোববার ২৩ মে মাঠে নেমেই অনন্য অর্জনে নাম লিখিয়েছেন তিনি।

[৪] বাংলাদেশের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪১ রানে ২ উইকেট হারানো শ্রীলঙ্কাকে এগিয়ে নেন অধিনায়ক কুশাল পেরেরা ও কুশাল মেন্ডিস, ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভাঙতে সাকিবের শরণাপন্ন হন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ১৭ তম ওভারে বোলিং আক্রমণে এসেই নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে কুশাল মেন্ডিসকে ফিরিয়ে মাইলফলক স্পর্শ করেন, ভাঙে ৪১ রানের জুটি।

[৫] সাকিব আল হাসান স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন ৬৬৮টি, যার মধ্যে সর্বোচ্চ ৩২০টি-টোয়েন্টি ম্যাচ, ২৫৫টি লিস্ট ‘এ’ ও ৯৩টি প্রথম শ্রেণীর ম্যাচ। যেখানে উইকেট পেয়েছেন যথাক্রমে ৩৬২, ৩২৮ ও ৩১০ টি, অর্থাৎ স্বীকৃত ক্রিকেটে সাকিবের মোট উইকেট সংখ্যা ৯৯৯ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়