শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ উইকেটের অনন্য অর্জনে সাকিব

মাহিন সরকার: [২] মঞ্চটা প্রস্তুতই ছিল, ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। ম্যাচের শুরুতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, অলরাউন্ডারদের সুবিধা হলো এক বিভাগে ভালো করতে না পারলেও সেটা পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে।

[৩] প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করতে ১ উইকেট প্রয়োজন ছিল বিশ্বের ১ নাম্বার সাকিব আল হাসানের, আইপিএলে ১ ম্যাচ সুযোগ পেলেও উইকেট শূন্য ম্যাচ কাটায় তা পূর্ণ করতে পারেননি। এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের, রোববার ২৩ মে মাঠে নেমেই অনন্য অর্জনে নাম লিখিয়েছেন তিনি।

[৪] বাংলাদেশের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪১ রানে ২ উইকেট হারানো শ্রীলঙ্কাকে এগিয়ে নেন অধিনায়ক কুশাল পেরেরা ও কুশাল মেন্ডিস, ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভাঙতে সাকিবের শরণাপন্ন হন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ১৭ তম ওভারে বোলিং আক্রমণে এসেই নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে কুশাল মেন্ডিসকে ফিরিয়ে মাইলফলক স্পর্শ করেন, ভাঙে ৪১ রানের জুটি।

[৫] সাকিব আল হাসান স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন ৬৬৮টি, যার মধ্যে সর্বোচ্চ ৩২০টি-টোয়েন্টি ম্যাচ, ২৫৫টি লিস্ট ‘এ’ ও ৯৩টি প্রথম শ্রেণীর ম্যাচ। যেখানে উইকেট পেয়েছেন যথাক্রমে ৩৬২, ৩২৮ ও ৩১০ টি, অর্থাৎ স্বীকৃত ক্রিকেটে সাকিবের মোট উইকেট সংখ্যা ৯৯৯ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়