ডেস্ক নিউজ: গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের মাজুখান বাজার এলাকায় ঝুট গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ মে) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল হাসান জানান, মাজুখান এলাকায় কাইয়ুম সরকারের মালিকানাধীন টিনসেডের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। সূত্র: বাংলা নিউজ