শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছার ৮ ইউনিয়ন আ.লীগের কমিটি বিলুপ্ত, ৫ দিনের মধ্যে আহবায়ক কমিটি

র‌হিদুল খান: [২] যশোরের চৌগাছার ৮টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো ফুলসারা, পাশাপোল, সিংহঝুলী, ধুলিয়ানী, জগদীশপুর, পাতিবিলা, হাকিমপুর ও নারায়ণপুর ইউনিয়ন কমিটি।

[৩] শনিবার (২২মে) সকাল থেকে একটানা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে রাতে চৌগাছা উপজেলা পরিষদ হলো রুমে সাংবাদিদের সঙ্গে এক ব্রিফিংয়ে একথা জানানো হয়।

[৪] মেয়াদউত্তীর্ণ হওয়ায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। একই সঙ্গে আগামী ৫দিনের মধ্যে এসব ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এই সভায় ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা।

[৫] সিদ্ধান্তগুলো হলো-

(ক) উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ড সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে সম্পন্ন করতে হবে। (খ) যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন দেয়ার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের সাথে সমন্বয় করে সংসদ সদস্য ডিও লেটার দেবেন। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা যেহেতু মাস্টার্স পাশ, এ বিষয়টি মাথায় রেখে সমন্বয় করে সভাপতি পদে মনোনয়ন দিতে হবে। (গ) উপজেলায় দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সমন্বয় করে পরিচালনা করবেন। (ঘ) দলের সকল সহযোগি সংগঠন (যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, কৃষকলীগ, যুবমহিলালীগ, মৎসজীবিলীগসহ অন্যান্য) তাদের কর্মকাণ্ড পরিচালনা ও কর্মসূচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে পরামর্শ করে পালন করবেন। (অর্থাৎ কোন ইউনিয়নে সহযোগি সংগঠনের কোনো কর্মসূচি পালন করার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে আলোচনা করতে হবে। সভাপতি ও সম্পাদক ওই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের এ বিষয়ে অবহিত করবেন।)

[৬] এসময় ব্রিফিং মঞ্চে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু উপস্থিত ছিলেন।  সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়