শিরোনাম
◈ 'চতুর্দিকে মৃত্যুফাঁদ, এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না' ◈ ফিফা টুর্নামেন্টে আন্তর্জাতিক পর্যায়ে ফিরেছে আফগান নারী ফুটবল ◈ ন‌ভেম্বর থে‌কে চার কোটি মানুষের খাদ্য সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র ◈ আইসিইউ-তে রাখা হয়েছে ক্রিকেটার শ্রেয়স আয়ারকে, চোটের জায়গা থেকে হ‌চ্ছে রক্তক্ষরণ  ◈ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষণা: নভেম্বরেই শুরু হচ্ছে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ◈ ঢাকায় পাকিস্তানি নারীকে স্বামী-শাশুড়ির নির্যাতন, উদ্ধার করল পুলিশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ◈ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের ◈ বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের বৈঠক ◈ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম বাংলাদেশী হিসেবে অনন্য রেকর্ড গড়লেন তামিম, শূন্য রানে আউট লিটন

রাহুল রাজ: [২] টানা সপ্তম ম্যাচে ব্যর্থ লিটন দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ০ রানে সাজ ঘরে ফিরে আবারও সমালোচকদের সমালোচনা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। অন্য দিকে ব্যাটিংয়ে রেকর্ডে অনেক প্রথমের মালিক টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার আরেকটি প্রথমে নিজের নাম লেখালেন টাইগার ওপেনার। প্রথম বাংলাদশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

[৩] তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথস ওয়ানডেতে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ইসুরু উদানাকে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তামিম। কেননা রেকর্ড থেকে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি।

[৪] বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৫৬ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ২৩টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার রান সংগ্রাহকের তালিকায় নাম লেখালেন। আর মাত্র ৮৫ রান করলেই আতাপাত্তু ও গ্যারি কার্স্টেনকে ছাড়িয়ে যাবেন তামিম।

[৫] ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৬০ ম্যাচে অংশ নিয়ে ১৪ হাজার ৩৬ রান করেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার মারভান আতাপাত্তু।

[৬] ২৮৬ ম্যাচে অংশ নিয়ে ৩৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৮৭ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে আছেন সাবেক এ তারকা ক্রিকেটার।
[৭]এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ : ৭ ওভার শেষে দলের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়