শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম বাংলাদেশী হিসেবে অনন্য রেকর্ড গড়লেন তামিম, শূন্য রানে আউট লিটন

রাহুল রাজ: [২] টানা সপ্তম ম্যাচে ব্যর্থ লিটন দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ০ রানে সাজ ঘরে ফিরে আবারও সমালোচকদের সমালোচনা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। অন্য দিকে ব্যাটিংয়ে রেকর্ডে অনেক প্রথমের মালিক টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার আরেকটি প্রথমে নিজের নাম লেখালেন টাইগার ওপেনার। প্রথম বাংলাদশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

[৩] তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথস ওয়ানডেতে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ইসুরু উদানাকে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তামিম। কেননা রেকর্ড থেকে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি।

[৪] বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৫৬ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ২৩টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার রান সংগ্রাহকের তালিকায় নাম লেখালেন। আর মাত্র ৮৫ রান করলেই আতাপাত্তু ও গ্যারি কার্স্টেনকে ছাড়িয়ে যাবেন তামিম।

[৫] ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৬০ ম্যাচে অংশ নিয়ে ১৪ হাজার ৩৬ রান করেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার মারভান আতাপাত্তু।

[৬] ২৮৬ ম্যাচে অংশ নিয়ে ৩৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৮৭ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে আছেন সাবেক এ তারকা ক্রিকেটার।
[৭]এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ : ৭ ওভার শেষে দলের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়