জাহিদুল কবির: ১২শো’ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া থানার পূর্বকোটা গ্রামের আলী হোসেনের ছেলে বায়েজিদ হোসেন ও যশোরের শার্শা থানার সামটা গ্রামের আমিনুল হকের ছেলে মেহেদী হাসান।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ডিবির এসআই ইদ্রিসুর রহমান, এ্সআই ফজলে রাব্বি মোল্যাসহ একদল পুলিশ শুক্রবার (২১ মে) গভীর রাতে ঝিকরগাছা থানার কুলবাড়িয়া সুইজগেইট জামে মসজিদের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে বায়েজিদ হোসেন ও মেহেদি হাসানকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২শ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।