মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে স্বামী সুমন প্রামাণিক (২৬) বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সুমন উপজেলার তালশন গ্রামের টুকু প্রামানিকের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
[৩] পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাযায়, দুই সন্তানের জনক সুমন তার স্ত্রী রোজীনা বেগমের সাথে পারিবারিক কলহের জেরে বাড়িতেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন।
[৪] পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে দুপুরে অদমদীঘি হাসপাতাল ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়। এরপর নওগাঁ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি মারা যান।
[৫] আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী