তাপস রায়হান, ফেসবুক থেকে: অনেক আগেই, গণমাধ্যমের মৃত্যু হয়েছে। এখন আর ' গণ' নেই। শুধু আছে- ' মাধ্যম' !
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে ধরা খাওয়া, সংবিধান লঙ্ঘন করা এবং বিষয়টি নিয়ে 'রাজনীতি' --- অনেক প্রশ্নের উত্তর দিয়েছে।
কিন্তু যদি চূড়ান্তভাবে প্রমাণিত হয়, রোজিনা ইসলাম এবং সংশ্লিষ্ট মিডিয়া, সাংবাদিকদের সাথে ' কুতকুত' খেলেছেন---- তাহলে, এর খেসারত ভয়ঙ্করভাবে দিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, মুক্ত সাংবাদিকতা, চৌর্যবৃত্তি, সংবিধান লঙ্ঘন, অনুসন্ধানী সাংবাদিকতা এবং এসব নিয়ে রাজনীতি, কোনোভাবেই এক কথা নয়।
উইকিলিকস-এর জুলিয়ান অ্যাসাঞ্জের মতো পারলেতো, ছক্কা!
যদিও জুলিয়ান এখন, কারাগারে।