নিজস্ব প্রতিবেদক :[২] দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালের রান করা নিয়ে কখনো সমালোচনা হয়না, কিন্তু যে কারণে তাকে বার বার সমালোচনায় পড়তে হয় সেটা হলো ব্যাটিং এপ্রোচ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ (শুক্রবার, ২১ মে) সংবাদ সম্মেলনেও এই একই প্রশ্নের সম্মুখীন হতে হয় টাইগার ওয়ানডে অধিনায়ককে। বার বার এমন প্রশ্নে রীতিমতো বিরক্ত প্রকাশ করেন তামিম। সাংবাদিকদের অনুরোধ করেন ব্যাটিংয়ের ধরন নিয়ে আর কোন প্রশ্ন না করতে।
[৩]তামিম বলেন, আমার ব্যাটিং এপ্রোচ নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেকবারই বলেছি। এটা কখনও থামছে না। প্রশ্ন আসতেই থাকে। আমি কোন এপ্রোচে খেলব? গত ৪-৫ বছরে যে এপ্রোচে খেলেছি ঐ এপ্রোচেই খেলব কারণ এতে আমি বেশ সফল হয়েছি। এটা নিয়ে আমার ভবিষ্যতেও আর কিছু বলার নেই। অনেক বলেছিৃ আমার অনুরোধ, এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবেন না।
[৪]ম্যাচের আগে মিরপুরের উইকেট নিয়েও কথা বলতে চাননি তামিম। মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন করা হলে তামিম জানান, উইকেট নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ক্লিয়ার ম্যাসেজ দিয়ে দিয়েছি। যে উইকেটের দায়িত্বে আছেন তাদেরকেও খুব স্পষ্টভাবে বলে দিয়েছি কী ধরনের উইকেট চাই। আশা করি আমরা সেরকম উইকেটই পাব।
[৫]ওয়ানডে অধিনায়ক আরো যোগ করেন, সংবাদ সম্মেলনে এর চেয়ে বেশি কিছু বলা আমি জরুরী মনে করি না। কারণ আমি নিশ্চিত (এখানে বললে) প্রতিপক্ষও এটা জানবে। এরকম কোনো কিছু হবে না যা খুবই ভিন্ন। যারা এর সাথে আছে তাদের স্পষ্টভাবে বলে দেওয়া আছে কেমন উইকেট চাই। - এন টিভি