শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলকে ফের আয়রন ডোম সরবরাহের প্রতিশ্রুতি দিলেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে বলেছেন তেল আবিবকে তার দেশের পূর্ণ সমর্থন থাকবে। গাজা থেকে কয়েক হাজার রকেট নিক্ষেপের পর তা বিনষ্ট করতে ইসরায়েলের যে আয়রন ডোম খরচ হয়ে গেছে তাও পূরণের আশ^াস দিয়েছেন বাইডেন। আরটি

[৩] বাইডেন বলেন মার্কিন ও ইসরায়েলি যৌথ উদ্যোগে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরি হয়েছে এবং তা গাজা থেকে নির্বিচারে রকেট হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে আরব ও ইহুদি নাগরিকের জীবন রক্ষা করেছে। ভবিষ্যতে ইসরায়েলের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই আরো আয়রন ডোম দেওয়ার কথা বলেন বাইডেন।

[৪] ২০১১ সালে আয়রন ডোম ইসরায়েলে মোতায়েন করা হয়। রাডার ট্রাকিং সিস্টেমে রকেট চিহ্নিত করে আয়রন ডোম তা মাঝ আকাশে বিনষ্ট করে দেয়। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন গাজা থেকে ছোড়া ৩ সহস্রাধিক রকেটের ৯০ শতাংশ আয়রন ডোম দিয়ে বিনষ্ট করা হয়েছে।

[৫] এয়ার ফোর্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী প্রতিটি আয়রন ডোমের মূল্য ২০ হাজার থেকে ১ লাখ ডলারের মধ্যে।

[৬] ইসরায়েলি জঙ্গি বিমানের বোমা বর্ষণে গাজায় অন্তত সাড়ে ৪শ ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু হাসপাতাল ও স্বাস্থ্যক্লিনিকও বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে হামাস নয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পুননির্মাণের উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা অর্থ সহায়তা হামাসের হাতে গেলে তা অস্ত্র মজুদের কাজে ব্যবহৃত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়