শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১১:২০ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ১১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক উদ্ধার,আটক ৪

গোলাম সারোয়ার: তিনটি পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ থানাধীন টোলাপ্লাজা এলাকা থেকে ২২ (বাইশ) কেজি গাঁজা, ১ টি ট্রাক, মাদক বিক্রয়ের নগদ-২০০০/-টাকা‘সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

২০ মে বৃহস্পতিবার রাতে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

র‌্যাব সূত্র জানায়, ২০ মে সকাল ০৮.৩৫ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নাঈম হোসেন রুবেল (২৯), পিতা-মোঃ বাচ্চু মিয়া, গ্রাম-দামপাটুলী, থানা ও জেলা- কিশোরগঞ্জ, মোঃ ইমন (১৭), পিতা-মোঃ কাশেম, গ্রাম-মুকন্দপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করেন।

এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি ট্রাক উদ্ধার করে জব্দ করা হয় একই দিন সকাল ০৯.১৫ টায় আশুগঞ্জ থানাধীন গোলাচত্তর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আফজাল (২৫), পিতা-নেহার উদ্দিন, গ্রাম-ভৈয়ম বেলাবো, থানা-মাধবদী, জেলা-নরসিংদীকে গ্রেপ্তার করেন।

এসময় ধৃত আসামীর নিকট হতে ০৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ-২০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয় এবং সবশেষে সকাল ১০.২৫ টায় গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩০), পিতা-মৃত অহেদ আলী, গ্রাম-শেখের চর, থানা-বকসিগঞ্জ, জেলা-জামালপুরকে গ্রেপ্তার করেন। এসময় ধৃত আসামীর নিকট হতে ০৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট গাঁজার পরিমান ২২ কেজি, ০১টি ট্রাক,মাদক বিক্রয়ের নগদ-২০০০/-টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত গাঁজার চালান রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়