শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অবস্থানে বাংলাদেশ, স্বাধীনতার ৫০ বছরে এটাই বড় অর্জন: প্রধানমন্ত্রী

বাশার নুরু ও মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। এবছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।

[৩] প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগণিত মানুষ দেশের জন্য দীর্ঘ ত্যাগ করেছেন, তার বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধুর আদর্শ জনগণের কল্যাণে নিহিত রয়েছে।

[৪] বঙ্গবন্ধু কন্যা বলেন, জিয়াউর রহমান শেখ রেহনার পার্সপোট দেয়নি, সেটি আটকে রাখা হয়েছিলো। আমি দিল্লি থেকে পার্সপোট নবায়ন করেছিলাম। শেখ রেহেনা ১৯৮০ সালে প্রথম বঙ্গবন্ধু পরিবারের হত্যার বিচারের দাবি করেছিলো।

[৫] তিনি বলেন, বঙ্গবন্ধুর কোনও স্বপ্নই বৃথা যাবে না। তিনি মাটি ও দেশের মানুষের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন।

[৬] প্রধানমন্ত্রী বলেন, নিজের যোগ্যতায় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছেন নানা সমস্যায়, জীবনমান স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করছে সরকার।

[৭] তিনি বলেন, জনগণ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেটি আমরা চাই। তা বাস্তবায়ন করে আমরা দেখিয়ে দেবো। উন্নয়নশীল দেশের অবস্থান ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

[৮] তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। তার সফলতা চলমান থাকবে ইনশাআল্লাহ। যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সম্পাদনা: মহসীন

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়