শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অবস্থানে বাংলাদেশ, স্বাধীনতার ৫০ বছরে এটাই বড় অর্জন: প্রধানমন্ত্রী

বাশার নুরু ও মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। এবছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।

[৩] প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগণিত মানুষ দেশের জন্য দীর্ঘ ত্যাগ করেছেন, তার বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধুর আদর্শ জনগণের কল্যাণে নিহিত রয়েছে।

[৪] বঙ্গবন্ধু কন্যা বলেন, জিয়াউর রহমান শেখ রেহনার পার্সপোট দেয়নি, সেটি আটকে রাখা হয়েছিলো। আমি দিল্লি থেকে পার্সপোট নবায়ন করেছিলাম। শেখ রেহেনা ১৯৮০ সালে প্রথম বঙ্গবন্ধু পরিবারের হত্যার বিচারের দাবি করেছিলো।

[৫] তিনি বলেন, বঙ্গবন্ধুর কোনও স্বপ্নই বৃথা যাবে না। তিনি মাটি ও দেশের মানুষের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন।

[৬] প্রধানমন্ত্রী বলেন, নিজের যোগ্যতায় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছেন নানা সমস্যায়, জীবনমান স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করছে সরকার।

[৭] তিনি বলেন, জনগণ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেটি আমরা চাই। তা বাস্তবায়ন করে আমরা দেখিয়ে দেবো। উন্নয়নশীল দেশের অবস্থান ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

[৮] তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। তার সফলতা চলমান থাকবে ইনশাআল্লাহ। যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সম্পাদনা: মহসীন

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়