শিরোনাম
◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন 

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অবস্থানে বাংলাদেশ, স্বাধীনতার ৫০ বছরে এটাই বড় অর্জন: প্রধানমন্ত্রী

বাশার নুরু ও মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। এবছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।

[৩] প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগণিত মানুষ দেশের জন্য দীর্ঘ ত্যাগ করেছেন, তার বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধুর আদর্শ জনগণের কল্যাণে নিহিত রয়েছে।

[৪] বঙ্গবন্ধু কন্যা বলেন, জিয়াউর রহমান শেখ রেহনার পার্সপোট দেয়নি, সেটি আটকে রাখা হয়েছিলো। আমি দিল্লি থেকে পার্সপোট নবায়ন করেছিলাম। শেখ রেহেনা ১৯৮০ সালে প্রথম বঙ্গবন্ধু পরিবারের হত্যার বিচারের দাবি করেছিলো।

[৫] তিনি বলেন, বঙ্গবন্ধুর কোনও স্বপ্নই বৃথা যাবে না। তিনি মাটি ও দেশের মানুষের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন।

[৬] প্রধানমন্ত্রী বলেন, নিজের যোগ্যতায় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছেন নানা সমস্যায়, জীবনমান স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করছে সরকার।

[৭] তিনি বলেন, জনগণ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেটি আমরা চাই। তা বাস্তবায়ন করে আমরা দেখিয়ে দেবো। উন্নয়নশীল দেশের অবস্থান ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

[৮] তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। তার সফলতা চলমান থাকবে ইনশাআল্লাহ। যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সম্পাদনা: মহসীন

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়