শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা চিকিৎসার সরঞ্জাম প্রদান: আইসিডিডিআর,বি

শাহীন খন্দকার: [২] করোনাভাইরাস নিয়ন্ত্রণে আজ বুধবার আইসিডিডিআর,বি’র প্রধান ডা. বাহারুল আলম ডিএমসি’র পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এর নিকট চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ হস্তান্তর করেছেন। অনুষ্ঠানে ডা. বাহারুল আলম বলেন, করোনাভাইরাস মহামারী শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বিশেষ চাপ সৃষ্টি করেছে। আমাদের সক্ষমতা বাড়িয়ে আরো বেশি রোগীর মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করার প্রয়াসে সহায়তা করার জন্য আমরা কনরাড এন হিলটন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

[৩] তিনি আরও বলেন, ‘যেসব রোগীর মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সেবা প্রয়োজন তাদেরকে আইসিডিডিআর,বি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় আমাদের পাশে থাকে এবং এজন্য আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’ এসময়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, রোগীর সেবার ক্ষেত্রে আইসিডিডিআর,বি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। জীবন রক্ষাকারী সরঞ্জাম ও ঔষধ প্রদানের জন্য আমরা কনরাড এন হিলটন ফাউন্ডেশন এবং আইসিডিডিআর,বি’র প্রতি কৃতজ্ঞ। এতে অবশ্যই আমাদের চিকিৎসা ব্যবস্থা বহুগুণ শক্তিশালী হবে।’

[৪] ডা. বাহারুল আলম বলেন, আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের কনরাড এন হিলটন ফাউন্ডেশনের মধ্যকার একটি মঞ্জুরী চুক্তির আওতায় ঢাকা শহরে সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করছে এমন একটি হাসপাতালকে এই সহযোগিতা প্রদান করা হয়।

[৫] তিনি বলেন, সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএফএনসি), ২০ টি এইচএফএনসি-সংশ্লিষ্ট উপকরণ, তিনটি পেশেন্ট মনিটর, ১৭০ ভায়াল ব্রড-স্পেকট্রাম অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির এবং ১০০ ভায়াল অ্যান্টিকগুলেন্ট ইনজেকশন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ সহযোগিতা প্রদান করা হয়।

[৬] অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ ও ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. হালিমা সুলতানা হক ও ডা. আশরাফুন নাহার, সিনিয়র স্টোর অফিসার ডা. মো. সাদ উল্লাহ, এবং আইসিডিডিআর,বি’র সিনিয়র ম্যানেজার (হাসপাতাল) শিহাব উদ্দিন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়