শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার দম্পতিদের শান্ত থাকতে বলার পর চীনে বিয়ে বিচ্ছেদ হ্রাস পেয়েছে ৭০ শতাংশ

রাশিদুল ইসলাম : [২] চলতি বছরের শুরুতেই চীন সরকার দম্পতিদের শান্ত থাকতে বাধ্যতামূলক নির্দেশ জারি করেন। দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলছে এ বছরের প্রথম ত্রৈমাসিকে ২ লাখ ৯৬ হাজার বিয়ে বিচ্ছেদ ঘটেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ কম। গত বছর এই সময়ে চীনে বিয়ে বিচ্ছেদ ঘটেছিল ১.০৬ মিলিয়ন।

[৩] চীনে নতুন সিভিল কোড অনুযায়ী গত জানুয়ারি থেকে বিয়ে বিচ্ছেদের আবেদনের আগে অন্তত ৩০দিন অপেক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। এ সময়ের মাছে ইচ্ছে হলে বিচ্ছেদের আবেদন পত্র প্রত্যাহার করে নেওয়ার সুযোগ রয়েছে। একমাস পর চূড়ান্ত বিয়ে বিচ্ছেদের জন্যে ফের নতুন করে আবেদনের বিধি রয়েছে।

[৪] নতুন বিধির ফলে রাগের মাথায় হুটহাট করে বিয়ে বিচ্ছেদের কবল থেকে রক্ষা পাচ্ছে অনেক দম্পতি। একই সঙ্গে চীন সরকার দম্পতিদের মধ্যে পারিবারিক স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলাকে গুরুত্ব দেয়ার বিষয়টি তাগিদ দেওয়ায় বিচ্ছেদের হার কমতে শুরু করেছে।

[৫] গত কয়েকবছর ধরে চীনে বিয়ে বিচ্ছেদের হার দ্রুত বৃদ্ধি পায়। অল-চায়না ওমেন্স ফেডারেশনের মতে সামাজিক কলঙ্কভীতি হ্রাস পাওয়ায় এবং নারীদের মধ্যে স্বাধীনচেতা মনোভাব থেকে বিয়ে বিচ্ছেদ বৃদ্ধি পায়।

[৬] বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইয়াং জংটাও বলছেন বিয়ে হ্রাস বা বিচ্ছেদ বৃদ্ধি জন্মের হারকে প্রভাবিত করবে, যারফলে অর্থনৈতিক ও সামাজিক বিকাশ প্রভাবিত হবে। এজন্যে দম্পতিদের মধ্যে ভালবাসা ও বিয়ে টিকিয়ে রাখতে পরিবারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়