শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মস্থলে ফিরছে মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আতিকুর রহমান:[২] ঈদের ছুটির শেষ মুহূর্তে এসে বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন মানুষ। মানা হয়নি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে কর্মস্থলে ফেরা মানুষের।সকাল থেকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীরা কর্মস্থলে ফিরছেন।

[৩] তবে,গতকালের তুলনায় মহাসড়কে যাত্রীদের উপস্থিতি কিছুটা কম। সীমিত সংখ্যক দূরপাল্লার বাস চলাচল করায় অধিকাংশ যাত্রী ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন উপায়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। অনেকেই ট্রাক-পিকআপ, মাইক্রোবাস ও হালকা যানবাহন ও চড়ে ভোগান্তি নিয়ে রাজধানীসহ আশপাশের এলাকায় যাচ্ছেন।

[৪] যাত্রীদের অভিযোগ, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দূরপাল্লার গাড়ি আটকে দিয়েছে পুলিশ। ফলে দূরপাল্লার বাস না পেয়ে বিভিন্ন উপায়ে ভেঙ্গে ভেঙ্গে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এক্ষেত্রে ভাড়া গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ। ঈদ কাটিয়ে যে সঞ্চয় ছিল তার বেশিরভাগই যানবাহনের ভাড়ায় চলে যাচ্ছে।

[৫] গাদাগাদি করে একসঙ্গে কর্মস্থলে ফেরা এসব মানুষ করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। যানবাহন গুলোতে মানা হয়নি কোন ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। হাইওয়ে পুলিশ বলছে, দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখতে এবং লকডাউন বাস্তবায়নে তারা তৎপর রয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করলে যানবাহনগুলোর মালিকদের দেয়া হচ্ছে মামলা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়