শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: প্যালেস্টাইনের মুক্তির পূর্বশর্ত : আরব-বিশ্বে রাজতন্ত্র ও একনায়কতন্ত্রের উচ্ছেদ!

মাসুদ রানা: আরব রাষ্ট্রগুলোতে যতোদিন না রাজতন্ত্র ও একনায়কতন্ত্রের পতন হয়ে গণতান্ত্রিক রিপাবলিক  গঠিত হচ্ছে, ততোদিন পর্যন্ত জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে আরব জাতির কার্যকর ঐক্য গড়ে উঠবে না। আরবের প্রায় সকল রাজতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে রয়েছে ইসরায়েলের সখ্য। ইদানিং সেই সখ্য মূর্ত হয়ে উঠেছে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিকরণের মধ্য দিয়ে। আরব রাষ্ট্রগুলো টিকে আছে স্বদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে এবং ইসরায়েল ও আমেরিকার সমর্থনে এবং ইসরায়েল টিকে আছে ঐ আরব রাষ্ট্রগুলোর গোপন মদদে। আরবদের উচিত ইসরায়লের বিরুদ্ধে কার্যকর সংগ্রাম গড়ে তোলার সাথে-সাথে সমগ্র আরব জুড়ে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটি প্যান-আরব ডেমোক্র্যাটিক মুভমেণ্ট- অর্থাৎ, নিখিল-আরব গণতান্ত্রিক আন্দোলন- গড়ে তোলা। কারণ, ঘরের শত্রু বিভীষণ থাকলে বাইরের শত্রুর বিরুদ্ধে বিজয়ী হওয়া অসম্ভবের নিকটবর্তী!

[২] প্যালেস্টাইন-সমস্যার এক রাষ্ট্রিক সমাধান চাই! প্যালেস্টাইন নামের দেশটিতে যে-রাষ্ট্রই প্রতিষ্ঠিত হোক না কেনো, তার বিপরীতে আরেকটি রাষ্ট্র গঠন করে দেশ ভাগ করলে জাতিটি বিভক্ত হয়ে পড়বে, যা মোটেও কাম্য নয়। তাই আমি প্যালেস্টাইন সমস্যার দ্বি-রাষ্ট্রিক সমাধান সমর্থন করি না। প্যালেস্টাইন ভূমিতে যে-নামের রাষ্ট্রই থাকুক না কেনো, সে-রাষ্ট্রটিকে হতে হবে গণতান্ত্রিক ও সেক্যুলার এবং যেখানে সকল নাগরিকের থাকবে সমান অধিকার। এটি হচ্ছে প্যালেস্টাইন সমস্যার এক-রাষ্ট্রিক সমাধান, যা বিশ্বব্যাপী প্রগতিশীল প্যালেস্টাইনীদেরও দাবী। আমি মনে করি, প্যালেস্টাইনী জনগণ ও বিশ্বব্যাপী তাদের প্রতি দরদী সকল জাতির উচিত এই এক-রাষ্ট্রিক সমাধানের পক্ষে দাঁড়ানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়