শিরোনাম
◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অঞ্জন রায়: ‘আমাকে আলাদা কোনো নামে ডেকো না, আমার নাম প্যালেস্টাইন’

অঞ্জন রায়: ব্যাংককের সই ১১ এর এক রেস্তোঁরায় আমি তাকে দেখেছিলাম। হঠাৎ পরিচয়ে নাম জানতে চাইলে সে উত্তরে বলেছিলো, ‘আমাকে আলাদা কোনো নামে ডেকো না, আমার নাম প্যালেস্টাইন।’ সত্যিই ছেলেটি তার নাম বললো না আমাকে। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে ছিলাম, দেখছিলাম দুই চোখে একসঙ্গে জমে আছে অনেক ঘৃণা আর প্রতিরোধ। তাকে শেষ প্রশ্ন করেছিলাম, কী করতে চাও তুমি? বিরক্তি আর ঘৃণার হাসিতে বললো, ‘যুদ্ধ করতে করতে মরতে চাই, চাই অন্তত সবাইকে জানিয়ে দিতে আমাদের যুদ্ধটা শেষ হয়নি, হবে না আমাদের স্বদেশকে মুক্ত করার আগে।’ তাকিয়ে দেখলাম তার চলে যাওয়া। কিশোরটি বেঁচে থাকলে এখন পূর্ণ যুবক। জানি না, এতোদিন বেঁচে আছে- নাকি শহীদ হয়েছে? শুধু ভাবছি সে বেঁচে থাকলে লড়ছে মাতৃভূমির জন্য।

সাহসী কিশোর, এই লড়াইটা শুধু তোমার একার না- আমাদেরও। মনে রেখো বঙ্গবন্ধু, চে গুয়েভারা, চেয়ারম্যান মাও, ইয়াসির আরাফাত, ক্ষুদিরাম বসু, মাস্টার দা আর তিতুমীরের প্রসারিত করতল তোমার লড়াইকে দেবে সাহস। সেই ২০১৪ সালে বাংলাদেশ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আমি নিজের চোখের জল মুছে তাকিয়ে ছিলাম তার চলে যাওয়ার পথের দিকে প্যালেস্টাইন অথবা বাংলাদেশ, ভিয়েতনাম অথবা বলিভিয়া সবখানেই তোমার লড়াইয়ের সাথীরা আছেন, থাকবেন। স্বাধীনতা শব্দটির তো কোনো সীমান্ত নেই। আছে নীল আকাশের মতন ব্যাপকতা আর অনেক রক্ত মৃত্যুর দাম দেওয়া, দেশে দেশে শতকে শতকে।  palestine_will_be_free ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়