শিরোনাম
◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই ◈ ইসিতে আপিল শুনানি: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন ◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অঞ্জন রায়: ‘আমাকে আলাদা কোনো নামে ডেকো না, আমার নাম প্যালেস্টাইন’

অঞ্জন রায়: ব্যাংককের সই ১১ এর এক রেস্তোঁরায় আমি তাকে দেখেছিলাম। হঠাৎ পরিচয়ে নাম জানতে চাইলে সে উত্তরে বলেছিলো, ‘আমাকে আলাদা কোনো নামে ডেকো না, আমার নাম প্যালেস্টাইন।’ সত্যিই ছেলেটি তার নাম বললো না আমাকে। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে ছিলাম, দেখছিলাম দুই চোখে একসঙ্গে জমে আছে অনেক ঘৃণা আর প্রতিরোধ। তাকে শেষ প্রশ্ন করেছিলাম, কী করতে চাও তুমি? বিরক্তি আর ঘৃণার হাসিতে বললো, ‘যুদ্ধ করতে করতে মরতে চাই, চাই অন্তত সবাইকে জানিয়ে দিতে আমাদের যুদ্ধটা শেষ হয়নি, হবে না আমাদের স্বদেশকে মুক্ত করার আগে।’ তাকিয়ে দেখলাম তার চলে যাওয়া। কিশোরটি বেঁচে থাকলে এখন পূর্ণ যুবক। জানি না, এতোদিন বেঁচে আছে- নাকি শহীদ হয়েছে? শুধু ভাবছি সে বেঁচে থাকলে লড়ছে মাতৃভূমির জন্য।

সাহসী কিশোর, এই লড়াইটা শুধু তোমার একার না- আমাদেরও। মনে রেখো বঙ্গবন্ধু, চে গুয়েভারা, চেয়ারম্যান মাও, ইয়াসির আরাফাত, ক্ষুদিরাম বসু, মাস্টার দা আর তিতুমীরের প্রসারিত করতল তোমার লড়াইকে দেবে সাহস। সেই ২০১৪ সালে বাংলাদেশ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আমি নিজের চোখের জল মুছে তাকিয়ে ছিলাম তার চলে যাওয়ার পথের দিকে প্যালেস্টাইন অথবা বাংলাদেশ, ভিয়েতনাম অথবা বলিভিয়া সবখানেই তোমার লড়াইয়ের সাথীরা আছেন, থাকবেন। স্বাধীনতা শব্দটির তো কোনো সীমান্ত নেই। আছে নীল আকাশের মতন ব্যাপকতা আর অনেক রক্ত মৃত্যুর দাম দেওয়া, দেশে দেশে শতকে শতকে।  palestine_will_be_free ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়