শিরোনাম
◈ ট্রেনের ধাক্কায় ফরিদপুরে পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ ◈ লুকিয়ে ফোন ব্যবহার করায় হাতুড়ি দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙলেন শিক্ষক ◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অঞ্জন রায়: ‘আমাকে আলাদা কোনো নামে ডেকো না, আমার নাম প্যালেস্টাইন’

অঞ্জন রায়: ব্যাংককের সই ১১ এর এক রেস্তোঁরায় আমি তাকে দেখেছিলাম। হঠাৎ পরিচয়ে নাম জানতে চাইলে সে উত্তরে বলেছিলো, ‘আমাকে আলাদা কোনো নামে ডেকো না, আমার নাম প্যালেস্টাইন।’ সত্যিই ছেলেটি তার নাম বললো না আমাকে। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে ছিলাম, দেখছিলাম দুই চোখে একসঙ্গে জমে আছে অনেক ঘৃণা আর প্রতিরোধ। তাকে শেষ প্রশ্ন করেছিলাম, কী করতে চাও তুমি? বিরক্তি আর ঘৃণার হাসিতে বললো, ‘যুদ্ধ করতে করতে মরতে চাই, চাই অন্তত সবাইকে জানিয়ে দিতে আমাদের যুদ্ধটা শেষ হয়নি, হবে না আমাদের স্বদেশকে মুক্ত করার আগে।’ তাকিয়ে দেখলাম তার চলে যাওয়া। কিশোরটি বেঁচে থাকলে এখন পূর্ণ যুবক। জানি না, এতোদিন বেঁচে আছে- নাকি শহীদ হয়েছে? শুধু ভাবছি সে বেঁচে থাকলে লড়ছে মাতৃভূমির জন্য।

সাহসী কিশোর, এই লড়াইটা শুধু তোমার একার না- আমাদেরও। মনে রেখো বঙ্গবন্ধু, চে গুয়েভারা, চেয়ারম্যান মাও, ইয়াসির আরাফাত, ক্ষুদিরাম বসু, মাস্টার দা আর তিতুমীরের প্রসারিত করতল তোমার লড়াইকে দেবে সাহস। সেই ২০১৪ সালে বাংলাদেশ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আমি নিজের চোখের জল মুছে তাকিয়ে ছিলাম তার চলে যাওয়ার পথের দিকে প্যালেস্টাইন অথবা বাংলাদেশ, ভিয়েতনাম অথবা বলিভিয়া সবখানেই তোমার লড়াইয়ের সাথীরা আছেন, থাকবেন। স্বাধীনতা শব্দটির তো কোনো সীমান্ত নেই। আছে নীল আকাশের মতন ব্যাপকতা আর অনেক রক্ত মৃত্যুর দাম দেওয়া, দেশে দেশে শতকে শতকে।  palestine_will_be_free ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়