শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ উপলক্ষে রামগড়ে পর্যটকের ভিড়

এমদাদ খান:[২] ঈদের ছুটিতে রামগড়ের দর্শনীয় স্থান গুলোতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের কারণে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় ঈদের আনন্দ উদযাপনে ভ্রমণ পিয়াসু বিভিন্ন বয়সের পর্যটকরা নিকটতম দর্শনীয় স্থানগুলো কে বেছে নিয়েছেন বিনোদনের জন্য।

[৩] সড়ক পথে যাতায়াত ব্যবস্থা সহজ তর হওয়ায় ফেনী, চট্টগ্রাম ও জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে ইতিহাস ঐতিহ্যে ঘেরা রামগড়ে ঘুরতে আসছে পর্যটকরা ।এদের সাথে বিকেলে যোগ হয় স্থানীয় বিনোদন প্রেমীরা। রামগড় পার্কে অবস্থিত ঝুলন্ত ব্রিজ,১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন" বিজয় ভাস্কর্য' বিজিবির স্মৃতিস্তম্ভ, হর্টিকালচার সেন্টার, কলসীর মুখ এবং সম্প্রতি নির্মিত বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ভ্রমণপিপাসুদের হৃদয় ছুঁয়েছে।

[৪] ঈদের প্রথম ও দ্বিতীয় দিন রামগড়ের দর্শনীয় স্থান গুলোতে ঘুরে দেখা যায়, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর নির্মল বাতাসে একটু প্রশান্তি উপভোগ করতে বিভিন্ন জায়গা হতে আগন্তুক পর্যটকরা এক স্থান হতে অন্য স্থানে মোটরবাইক, সিএনজি, অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতে করে দাঁপিয়ে বেড়াচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবি তোলা, খোঁশ গল্প, খাওয়া-দাওয়ায় ব্যস্ত সময় কাটাতে দেখা যায়।

[৫] ফটিকছড়ি থেকে ঘুরতে আসা পর্যটক মাহি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রামগড়ে বেড়াতে এসে খুব ভালো লেগেছে। এক প্রান্তে বাংলাদেশ অন্য প্রান্তে ভারত মাঝখানে নদী, উঁচু-নিচু পাহাড়ি টিলার সমাহার,ঝুলন্ত সেতু সত্যি মনোমুগ্ধকর অসাধারণ দৃশ্য।

[৬] তবে ফেনী থেকে বেড়াতে আসা পর্যটক সাইফুল ইসলাম কিছু অসুবিধার কথাও বলে গেলেন, তিনি বলেন এখানে থাকা খাওয়ার জন্য নেই তেমন হোটেল রেস্তোরাঁ। গণশৌচাগার ও ফ্রেশরুমের অভাববোধও করেন অনেক পর্যটক। এছাড়াও রামগড় উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন একমাত্র দর্শনীয় পার্কটির সঠিক পরিচর্যার অভাবে দিন দিন তাঁর সৌন্দর্য হারিয়ে বেহাল দশায় পরিনত হওয়ায় অনেক দর্শনার্থী হতাশা ব্যাক্ত করেন।

[৭] পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করা হলে সরকারের বিপুল পরিমান রাজস্ব আয় হতো বলে মনে করেন স্থানীয়রা।এদিকে করোনা পরিস্থিতিতে বহিরাগত পর্যটকদের আগমন সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।এবিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়