শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে মুক্তি পেল এফআই মানিকের ‘সৌভাগ্য’

ইমরুল শাহেদ: ঈদে একাধিক ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি ছবিই মুক্তি পেয়েছে। সেটি হলো এফআই মানিক পরিচালিত প্রযোজক ডিপজলের ‘সৌভাগ্য’। অমি বনি পরিবেশিত এই ছবিটি ঢাকাসহ ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে পরিবেশনা সূত্রে জানা গেছে।

এ ছবিতে জুটি হিসেবে রয়েছেন ডিপজল ও মৌসুমী। প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, এই ঈদে সক্রিয় হয়েছে ১০৫টি সিনেমা হল। ৪১টিতে নতুন ছবি চললেও অন্যান্য প্রদর্শকরা প্রদর্শন করছেন পুরনো ছবি। ঢাকার আনন্দ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ‘বাদশা’ ছবিটি। সেখানকার বুকিং থেকে এ রিপোর্টারকে বলা হয়, তাদের টিকিট বিক্রি সন্তোষজনক। ঢাকার চিত্রা মহল এবং বিজিবি অডিটোরিয়ামে প্রদর্শিত হচ্ছে সৌভাগ্য।

দর্শক সমাগম কেমন হয়েছে জানতে চাওয়া হলে চিত্র মহলের একজন কর্মকর্তা জানান, সিনেমা হল খোলা থাকলে দর্শক সেখানে আসবেই। কোনো অ্যাপস বা হাতের এনড্রয়েড মোবাইল কাউকে বড় পর্দার আনন্দ পাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। প্রদর্শকরা বলছেন, ছবি মুক্তি দিলে দর্শক আসবেই। কোনো কিছুই দর্শককে আটকে রাখতে পারবে না।

পক্ষান্তরে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে প্রায় ৫০ থেকে ৬০টি ছবি। এর মধ্যে বেশির ভাগই বড় ছবি। মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, অনন্ত জলিলের একটি ছবি, ক্যাসিনো, অন্তরাত্মা, বিদ্রোহীসহ আরো অনেক ছবি। এই ঈদে যারা ছবি মুক্তি দিতে পারেননি, তারা আগামী ঈদে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন। তবে দর্শক নিয়ে যাদের মনে নানা সন্দেহ ছিল, সেটা যে সঠিক নয় সৌভাগ্য ছবি দিয়ে তারা তা উপলব্ধি করতে শুরু করেছেন। একজন প্রদর্শক বলেন, এই মহামারির মধ্যে সিনেমা হলে যদি অর্ধেক দর্শকও হয়, তাহলেও ধরে যায় যে শতভাগ দর্শক সিনেমা হলে উপস্থিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়