শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে মুক্তি পেল এফআই মানিকের ‘সৌভাগ্য’

ইমরুল শাহেদ: ঈদে একাধিক ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি ছবিই মুক্তি পেয়েছে। সেটি হলো এফআই মানিক পরিচালিত প্রযোজক ডিপজলের ‘সৌভাগ্য’। অমি বনি পরিবেশিত এই ছবিটি ঢাকাসহ ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে পরিবেশনা সূত্রে জানা গেছে।

এ ছবিতে জুটি হিসেবে রয়েছেন ডিপজল ও মৌসুমী। প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, এই ঈদে সক্রিয় হয়েছে ১০৫টি সিনেমা হল। ৪১টিতে নতুন ছবি চললেও অন্যান্য প্রদর্শকরা প্রদর্শন করছেন পুরনো ছবি। ঢাকার আনন্দ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ‘বাদশা’ ছবিটি। সেখানকার বুকিং থেকে এ রিপোর্টারকে বলা হয়, তাদের টিকিট বিক্রি সন্তোষজনক। ঢাকার চিত্রা মহল এবং বিজিবি অডিটোরিয়ামে প্রদর্শিত হচ্ছে সৌভাগ্য।

দর্শক সমাগম কেমন হয়েছে জানতে চাওয়া হলে চিত্র মহলের একজন কর্মকর্তা জানান, সিনেমা হল খোলা থাকলে দর্শক সেখানে আসবেই। কোনো অ্যাপস বা হাতের এনড্রয়েড মোবাইল কাউকে বড় পর্দার আনন্দ পাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। প্রদর্শকরা বলছেন, ছবি মুক্তি দিলে দর্শক আসবেই। কোনো কিছুই দর্শককে আটকে রাখতে পারবে না।

পক্ষান্তরে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে প্রায় ৫০ থেকে ৬০টি ছবি। এর মধ্যে বেশির ভাগই বড় ছবি। মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, অনন্ত জলিলের একটি ছবি, ক্যাসিনো, অন্তরাত্মা, বিদ্রোহীসহ আরো অনেক ছবি। এই ঈদে যারা ছবি মুক্তি দিতে পারেননি, তারা আগামী ঈদে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন। তবে দর্শক নিয়ে যাদের মনে নানা সন্দেহ ছিল, সেটা যে সঠিক নয় সৌভাগ্য ছবি দিয়ে তারা তা উপলব্ধি করতে শুরু করেছেন। একজন প্রদর্শক বলেন, এই মহামারির মধ্যে সিনেমা হলে যদি অর্ধেক দর্শকও হয়, তাহলেও ধরে যায় যে শতভাগ দর্শক সিনেমা হলে উপস্থিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়