শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১১:৫৯ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ১১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে এটিএম বুথের আদলে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করলেন মেয়র রেজাউল করিম চৌধুরী

রিয়াজুর রহমান রিয়াজ: শনিবার (১৫ মে) বিকেল ৩টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী নগরীর বহদ্দারহাটে তার বাসভবনের সামনের সড়কে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন।

এটিএম বুথের আদলে তৈরি এই করোনা প্রতিরোধক বুথে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ব্যবহারিত পুরাতন মাস্ক ফেলে দেওয়ার একটি ডাস্টবিন।

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক যুক্ত এই করোনা বুথ উদ্বোধনকালে চসিক মেয়র বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের জনসাধারণকে করোনা থেকে সুরক্ষিত রাখতে আমরা ৪১টি ওয়ার্ডে এই করোনা প্রতিরোধক বুথ গড়ে তুলব। সাধারণ জনগণ যেন করোনা সুরক্ষা সামগ্রী হাতের নাগালে পায় আমরা সেই ব্যবস্থা করতে যাচ্ছি।

করোনা প্রতিরোধক বুথ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, নগর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মেয়রের ব্যক্তিগত সহকারী ফখরুল ইসলাম, মোর্শেদ আলম, মনি রাজ, হোসাইন আহমেদ রুবেল, কামরুল হাসান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই সাধারন পথচারীর অধিক বিচরণ ঘটে এমন পয়েন্ট নির্বাচন করে নগরীর প্রায় অর্ধশতাধিক স্থানে পথচারী তথা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্য যুবলীগের সাবেক উপ - অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ঘনবসতি এলাকায় পর্যায়ক্রমে স্থাপন করা হচ্ছে এ করোনা প্রতিরোধক বুথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়