রাকীব রহমান: প্রশ্ন: অপমানের শ্রেষ্ঠ জবাব কী? উত্তর: অপমানকারীর শক্তির জায়গাতে তাকে ছাড়িয়ে যাওয়া।
১। নিউটন তখন ক্লাস সিক্স-এর মাঝারি মানের ছাত্র। ক্লাসের ফার্স্টবয়ের সাথে ঝগড়া থেকে একদিন হাতাহাতি হলো। গায়ে-গতরে বড় নিউটন এক পর্যায়ে ফার্স্টবয়ের নাক ফাটিয়ে দেয়। ফার্স্টবয় তখন তাকে বলে যে, মারামারিতে হারলেও ক্লাসে সেই সেরা ছাত্র, আর নিউটন কেউ না। নিউটনের এতে আঁতে ঘা লাগে। সিরিয়াস পড়ালেখা শুরু করে সে। ওই বছর অনেক নাম্বারের ব্যবধানে ক্লাসে ফার্স্ট হয়। শুধু তাই না, এরপর ব্রিটেনের ইতিহাসে রেকর্ড মার্ক্স নিয়ে হাইস্কুল পাশ। কেমব্রিজের অধ্যাপকরা আক্ষরিক অর্থেই অপেক্ষা করে ছিলো নিউটনকে ছাত্র হিসাবে পাবার জন্য। বাকিটা ইতিহাস!
২। মুসলিম ভাইয়েরা, আপনারা ফিলিস্তিনে, উইঘুরে, আরাকানে, ইন্ডিয়াতে মা'র খান। ক্রমাগত অপমানিত হন।অপমানকারীদেরকে শিক্ষায়, বিজ্ঞানে, প্রযুক্তিতে, কূটনীতিতে, সমরাস্ত্র-সম্ভারে ছাড়িয়ে যাবার কঠোর সাধনা করুন। অপমানের শ্রেষ্ঠ জবাব হবে এটাই। ফেসবুক থেকে