তপু সরকার : [২] করোনায় ক্ষতিগ্রস্ত এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, স্বাস্থ্যবিধি মেনে জেলার এস এস সি ১৯৯৪ ব্যাচ, এর অর্থায়নে (২৫০) জনের অধিক হত-দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
বুধবার বেলা ১১ টার সময় শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে বিতরন (প্যাকে) চাল ৩ কেজি, ডাল ১ কেজি, তেল হাফ কেজি, সেমাই ১ প্যাক, সাবান ২ টা, আলু ১ কেজি, চিনি হাফ কেজি ছিল । এবং ১৬০ জনকে,নগদ অর্থ প্রদান করা হয় ।
এ-সময় উপস্থিত ব্যাচ ,১৯৯৪ সালে এস এস সি ,শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাছান উৎপল, মোঃ আসাদুজ্জামান মেজবা, মোঃ রাজিব , মোঃ আরিফ, নোমান, সূমি, রনক, রাজু প্রমুখ ।