শিরোনাম
◈ মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সাময়িক স্থগিত, বার্ষিক পরীক্ষা কাল থেকে ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান ◈ শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ ◈ বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের ◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে!

মালয়েশিয়ার রূপকার ডা. মাহাথির মোহাম্মদ আজ  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে একটি পুলিশ রিপোর্ট দায়ের করেছেন। তাঁর অভিযোগ, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত রিসিপ্রকাল ট্রেড এগ্রিমেন্ট (এ আর টি) চুক্তিটি আইনসম্মত ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ না করেই সম্পন্ন হয়েছে। এমনই খবর দিয়েছে দেশটির জনপ্রিয় স্থানীয় সংবাদমাধ্যম উতুসান মালয়েশিয়া।

পত্রিকাটি আরও জানিয়েছে, মাহাথির মোহা্মদ আজ পুত্রজায়া জেলা পুলিশ সদর দফতরে রিপোর্ট দায়ের শেষে সাংবাদিকদের বলেছেন, তাঁর বিশ্বাস—এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের পূর্ণ ম্যান্ডেট ব্যতীত, যা ফেডারেশন অব মালয়েশিয়াকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বাধ্যতামূলক।

মাহাথির মোহাম্মদের দাবি অনুযায়ী, আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য দেশটির ইয়াং দি-পারতুয়ান আগোং অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতাধর রাজা, দেওয়ান রাকিয়াত (পার্লামেন্ট), মাজলিস রাজা-রাজা, এবং ফেডারেল এক্সিকিউটিভ (সরকার)—এই চারটি স্তরের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই চারপক্ষীয় অনুমোদন না নিয়েই চুক্তিটি স্বাক্ষর করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে অবৈধ বিবেচিত হয়।

তিনি আরও উল্লেখ করেন, রিসিপ্রকাল ট্রেড এগ্রিমেন্ট (এ আর টি)  চুক্তির নথিটি প্রায় ৪০০ পৃষ্ঠার, কিন্তু তা জনসাধারণের সামনে কখনও প্রকাশ করা হয়নি। তাঁর দাবি, চুক্তির বিভিন্ন ধারায় মালয়েশিয়ার নীতিগত ও বাণিজ্যিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল করে তোলার মতো শর্ত রয়েছে।

উতুসান মালয়েশিয়া আরও জানিয়েছে, ভূমিপুত্রদের বিশেষ অধিকারের প্রসঙ্গ টেনে মাহাথির মোহাম্মদ বলেছেন, চুক্তিতে এমন ধারা রয়েছে যা যুক্তরাষ্ট্রের পণ্য ও বাণিজ্যের ক্ষেত্রে ভূমিপুত্র নীতির বিশেষ সুবিধা প্রয়োগ করা যাবে না। তাঁর যুক্তি, এতে কার্যত যুক্তরাষ্ট্রকে ভূমিপুত্র-সম মর্যাদা দেওয়া হচ্ছে।

পত্রিকাটি আরও লিখেছে, মাহাথির মোহাম্মদ আরও জানিয়েছেন, তিনি পুলিশের কাছে অনুরোধ করেছেন তদন্ত করতে যে, প্রধানমন্ত্রী অনোয়ার ইব্রাহিম চুক্তিটি স্বাক্ষর করতে গিয়ে দেশের আইন বা সংবিধান লঙ্ঘন করেছেন কি না।

দেশব্যাপী এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে ১৩৯টিরও বেশি পুলিশ রিপোর্ট দায়ের হয়েছে বলে জানিয়েছে উতুসান মালয়েশিয়া।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর, অনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটির উদ্দেশ্য দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করা, শুল্ক সমন্বয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। তবে বিভিন্ন মহল থেকে এই চুক্তিকে দেশের স্বার্থ ও ভূমিপুত্র অধিকারবিরোধী বলে সমালোচনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়