ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদোগান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাসের প্রধান ইসমাঈল হানিয়ের সঙ্গে ফোনালাপকালে এই কথা বলেন। ডেইলি সাবাহ
[৩] এরদোগান বলেন, ইসরায়েলিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক সবসময়ই সচেতন আছে। ফিলিস্তিনের বিপদে আঙ্কারাকে তারা অবশ্যই পাশে পাবে।
[৪] অন্য এক বিবৃতিতে এরদোগান আল-আকসা মসজিদে নিরীহ মুসল্লিদের উপর হামলার নিন্দা জানায়।
[৫] পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় টানা তিন দিন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় নারী ও শিশুসহ কয়েকশত ফিলিস্তিনি আহত হয়। এর প্রতিবাদে সোমবার জেরুজালেমে ইসরায়েলের লক্ষবস্তুতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাস। এরপরই গাজায় বিমান হামলা করে ইসরায়েল।
[৬] সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদমাধ্যমটিকে জানায়, ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬৫ জন। সম্পাদনা : রাশিদ