শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুকে ব্যথাও হতে পারে করোনার লক্ষণ?

আতাউর অপু: করোনার দ্বিতীয় তরঙ্গ ক্রমশ ভয়াবহ হচ্ছে।  প্রতিদিনই নতুন করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।  সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।  করোনার নতুন ভেরিয়েন্ট সহজে শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। এতে করে তৈরি হচ্ছে জটিল পরিস্থিতি।  করোনার সাধারণ কিছু লক্ষণ যেমন শুকনো কাশি, দূর্বলতা, স্বাদ গন্ধ হারানো ছাড়াও নতুন একটি লক্ষণের বিষয়ে শোনা গেছে তা হলো বুকে ব্যথা।

করোনার বুকে ব্যথা লক্ষণটি এখনো তালিকাভুক্ত না হলেও বেশ কয়েকজন রোগীর মধ্যে এই লক্ষণ পাওয়া গেছে।  মাঝারি ধরণের সংক্রমণ যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে এই লক্ষণ বেশি দেখা দিয়েছে।  বুকে ব্যথার ফলে মানুষের শরীর আরো বেশি অসুস্থ হতে পারে।  করোনার সময় অনেক কারণেরই বুকে ব্যথা হতে পারে।  চলুন জেনে নেওয়া যাক।

শুকনো কাশি:

করোনা রোগীদের শুকনো কফ তৈরি হয়।  এতে করে পাজরের কাছের পেশীগুলো ছিড়ে যায়।  পরে শুরু হয় বুকে ব্যথা, শ্বাসকষ্ট।

নিউমোনিয়া:

করোনার সংক্রমণ বেশি মাত্রায় হলে নিউমোনিয়া হয়।  এটি ফুসফুসের ভিতরে অবস্থিত বায়ুথলিতে প্রদাহের কারণ হয়।   এরপর ফ্লুইড জমা হয় আর যে কারণে বুকে ব্যথা হয়।

ফুসফুসে সংক্রমণ:

করোনার কারণে ফুসফুসে সংক্রমণ হলেই বুকে ব্যথা হবে।  এজন্য বেশি মাত্রায় সংক্রমণ হলে অবশ্যই এক্স-রে ও সিটি স্ক্যান করতে হবে।

রক্ত প্রবাহে প্রবাহিত ভাইরাস:

রক্ত জমাট ভেঙে ফুসফুসে ছড়িয়ে পরলে পালমোনারি অ্যাম্বোলিজম দেখা দেয়।  এটি গুরুতর হলে ফুসফুসে রক্তে প্রবাহে বাধার কারণে বুকে ব্যাথা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়