শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুকে ব্যথাও হতে পারে করোনার লক্ষণ?

আতাউর অপু: করোনার দ্বিতীয় তরঙ্গ ক্রমশ ভয়াবহ হচ্ছে।  প্রতিদিনই নতুন করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।  সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।  করোনার নতুন ভেরিয়েন্ট সহজে শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। এতে করে তৈরি হচ্ছে জটিল পরিস্থিতি।  করোনার সাধারণ কিছু লক্ষণ যেমন শুকনো কাশি, দূর্বলতা, স্বাদ গন্ধ হারানো ছাড়াও নতুন একটি লক্ষণের বিষয়ে শোনা গেছে তা হলো বুকে ব্যথা।

করোনার বুকে ব্যথা লক্ষণটি এখনো তালিকাভুক্ত না হলেও বেশ কয়েকজন রোগীর মধ্যে এই লক্ষণ পাওয়া গেছে।  মাঝারি ধরণের সংক্রমণ যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে এই লক্ষণ বেশি দেখা দিয়েছে।  বুকে ব্যথার ফলে মানুষের শরীর আরো বেশি অসুস্থ হতে পারে।  করোনার সময় অনেক কারণেরই বুকে ব্যথা হতে পারে।  চলুন জেনে নেওয়া যাক।

শুকনো কাশি:

করোনা রোগীদের শুকনো কফ তৈরি হয়।  এতে করে পাজরের কাছের পেশীগুলো ছিড়ে যায়।  পরে শুরু হয় বুকে ব্যথা, শ্বাসকষ্ট।

নিউমোনিয়া:

করোনার সংক্রমণ বেশি মাত্রায় হলে নিউমোনিয়া হয়।  এটি ফুসফুসের ভিতরে অবস্থিত বায়ুথলিতে প্রদাহের কারণ হয়।   এরপর ফ্লুইড জমা হয় আর যে কারণে বুকে ব্যথা হয়।

ফুসফুসে সংক্রমণ:

করোনার কারণে ফুসফুসে সংক্রমণ হলেই বুকে ব্যথা হবে।  এজন্য বেশি মাত্রায় সংক্রমণ হলে অবশ্যই এক্স-রে ও সিটি স্ক্যান করতে হবে।

রক্ত প্রবাহে প্রবাহিত ভাইরাস:

রক্ত জমাট ভেঙে ফুসফুসে ছড়িয়ে পরলে পালমোনারি অ্যাম্বোলিজম দেখা দেয়।  এটি গুরুতর হলে ফুসফুসে রক্তে প্রবাহে বাধার কারণে বুকে ব্যাথা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়