শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নোয়াখালীতে বারবার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

অহিদ মুুকুল : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে চলমান সংঘাতের জেরে বসুরহাট বাস স্টান্ডে দফায় দফায় হামলা চালিয়ে ড্রিমলাইন বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

[৩] কয়েক দফায় বসুরহাট-ফেনী-ঢাকা রুটের অন্তত ৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হলেও কোনও প্রতিকার পাননি ক্ষতিগ্রস্তরা।

[৪] বারবার গাড়ি ভাঙচুরের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

[৫] সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৬] এ সময় লিখিত বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ড্রিমলাইন পরিবহনের পরিচালক আকরাম উদ্দিন চৌধুরী সবুজ।

[৭] তিনি বাস ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি; মালিক ও শ্রমিকদের নিরাপত্তা; মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাৎ হোসেন যাতে মালিক সমিতিতে অন্যায় হস্তক্ষেপ না করে- এই চার দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন।

[৮] সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বসুরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বসুরহাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়