স্বপন দেব: [২] মৌলভীবাজারে জুয়েল-তাহমিনা দম্পত্তির জোড়া লাগানো জমজ সন্তানের চিকিৎসার জন্য সহায়তায় করলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
[৩] শনিবার মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট মেডিকেল হাসপাতালে জুয়েল-তাহমিনা দম্পত্তির জোড়া লাগানো জমজ সন্তানের জন্ম হয়। উক্ত নবজাতককে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার মাধ্যমে পৃথক করানোর চেষ্টা করলে সুফল পাওয়ার সম্ভাবনা আছে বলে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ প্রদান করেছেন।
[৪] কিন্তু উক্ত দম্পতির আর্থিক অবস্থা অত্যন্ত দূর্বল হওয়ায় নবজাতক জোড়া সন্তানের চিকিৎসার ক্ষেত্রে এতো বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় উক্ত জোড়া সন্তানের উন্নত চিকিৎসার জন্য জেলা পুলিশের পক্ষ এ আর্থিক নগদ ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা হস্তান্তর করেন।
[৬] এ সময় পুলিশ সুপার, মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া সমাজের বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উক্ত কাজে মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য উপস্থিত সাংবাদিক বৃন্দের মাধ্যমে আহবান জানান। সম্পাদনা: জেরিন