শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চগড় থেকে ওঠে আসা শাহনাজ, কাবাডির জন্য আজীবন লড়ে যেতে চান

স্পোর্টস ডেস্ক: [২] সময়টা ২০০০ সাল, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা আনসারের খেলোয়াড় কোটায় যোগদান করতে ঢাকায় আসেন বাংলাদেশের জাতীয় কাবাডি ও বাংলাদেশ আনসার দলের বর্তমান অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা।

[৩] ২০০০ সালে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জুনিয়র এশিয়ান গেমসের মাধ্যমে যাত্রা শুরু। তারপর থেকে তার গল্প শুধু সফলতার। খেলোয়াড় হিসাবে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলকে। ব্যক্তিজীবনেও শাহনাজ সফল মানুষ। নিজেই তার আঙিনায় চাষ করেন সব ধরনের সবজি,বাড়িতে লালন করেন দেশি জাতের মুরগী। তার স্বামী আর একমাত্র মেয়েকে নিয়ে সংসার জীবনেও তিনি একজন সুখী মানুষ।

[৪] শাহনাজ পঞ্চগড় জেলার তেতুলিয়ার আবদুল খালেক মেয়ে। শাহনাজরা ৫ বোনের মধ্যে তৃতীয়। তার ছোট বোন ময়না বেগমও বাংলাদেশ হান্ডবলের জাতীয় দলের খেলোয়াড়। শাহনাজ বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর নিজস্ব বাড়িতে বসবাস করেন।

[৫] দীর্ঘ ২১ বছরের পথচলায় পেয়েছেন ১১ টি মেডেল। ২০০৬ সালে শ্রীলঙ্কার কলম্বোতে সাউথ এশিয়ান গেমসে কাবাডিতে ৩য় তম হয় এবং ওই একই বছরে দিল্লিতে অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল খেলায় অংশগ্রহণ করেন তিনি।

[৬] ২০০৮ সালে ভারতের তামিল নাড়ুতে এশিয়ান সাব গেমসে অংশগ্রহণ করে হান্ডবল সিলভার জয়ী হয়। ২০১০ সালে কাবাডিতে বাংলাদেশ এসএ গেমস সিলভার পদক পায় একই বছর চিনে গোয়াংজু তে ব্রোঞ্জ মেডেল জেতে। ২০১১ সালে ওমানের মাসকাট থেকে ব্রোঞ্জ জিতেছে। ২০১২ সালে ভারতের পাটনা মেয়েদের বিশ্বকাপে ৫ম স্থান অধিকার করেন।

[৭] ২০১৩ সালে বঙ্গবন্ধু পশ্চিমবঙ্গ গেমসে গোল্ড মেডেল জেতে। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়াশ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতে। ২০১৫ সালে ভারতের হায়দরাবাদে এশিয়ান চ্যাম্পিয়ন শিরোপায় অংশগ্রহণ করে। ২০১৬ সালে গৌহাটিতে সাউথ এশিয়ানে সিলভার মেডেল জেতে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় এশিয়ান গেমসে অংশগ্রহণ করে।

[৮] সর্বশেষ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে গোল্ড মেডেল জয়লাভ করেন। শাহনাজ পারভীন মালেকা একাধারে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ আনসার কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্বরত আছেন।

[৯] একান্ত সাক্ষাৎকার তিনি বলেন,আমাদের দেশের জাতীয় খেলা কাবাডি হলেও কেউ কাবাডি খেলার উন্নয়ন ও ধরে রাখার তেমন পরিকল্পনা নেই কারও মাঝে।

[১০]তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাবাডি খেলার সঙ্গেই থাকতে চান। অবসরে যাওয়ার পরে তেঁতুলিয়ায় তার নিজস্ব জমিতে কাবাডি খেলার জন্য কাবাডি ইন্সটিটিউট বানাবেন,যেখানে গ্রামের ছেলেমেয়েদের কাবাডি খেলোয়াড় হিসাবে গড়ে তুলবেন এবং পাশাপাশি জাতীয় খেলাকে সমৃদ্ধি করার চেষ্টা অব্যাহত রাখবেন।- রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়