ফিরোজ আহম্মেদ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে নতুনবাজার এলাকা ফেন্সিডিলসহ টোকন বিশ্বাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সডিল ও সাড়ে ৪ লিটার বোতলে রাখা লিকুইড ফেন্সডিল উদ্ধার করা হয়।
শনিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক টোকন বিশ্বাস পৌরসভার হেলায় গ্রামের মৃত আরমান আলী বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে শহরের নতুন বাজার এলাকা থেকে ২ বোতল ফেন্সডিল সহ আটক করা হয় টোকন বিশ্বাসকে।
এরপর তার স্বীকারোক্তি মোতাবেক হেলায় গ্রামের আলভীর বাড়িতে অভিযান চালিয়ে আরও ৮ বোতল ও সাড়ে ৪ লিটার লিকুইড ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।