শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০২:০৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেহেরির সময়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওৎ পেতে থাকা দলের ৪ জন গ্রেপ্তার

রাজু চৌধুরী:  চট্টগ্রামের চকবাজার থানার মনু মিয়াজী লেইন এলাকায় নির্জন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়ে ওৎ পেতে থাকা একটি ছিনতাইকারীর দলের ৪ জনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছাতেই ঘটনা আঁচ করে ধাওয়া করে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সেহেরি শেষে ভোরে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

শনিবার (৮ মে) মনু মিয়াজী লেইন থেকে ৪ জনকে আটকের পর পুলিশ জানায়, সেহেরির শেষে কোমরের প্যাঁচে চাপাতি আর ধারালো ছোরা নিয়ে ওই এলাকার জবেদা কলোনীর নির্জন খালপাড়ে জড়ো হয়েছিলেন তারা। পুলিশ আরো জানায়, ওই এলাকায় রমজান মাসে চুরি-ছিনতাই রোধে পুলিশের টহলরত দলটি খাল পাড় এলাকায় পৌঁছালে আনুমানিক দশ বারোজনের একদল ছিনতাইকারী দৌঁড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন দেওয়ান বাজার এলাকার ইকবাল হোসেনের ছেলে ইয়াহিয়া

তালুকদার ইমন (১৮), আব্দুল হান্নানের ছেলে মো. হামিদ আহম্মেদ ফাহিম (১৯), মৃত সৈয়দ গোলাম মোহাম্মদের ছেলে শহিদুল ইমাম শাওন (১৮) এবং শান্তি নগর বগার বিল এলাকার আব্দুল সামাদের ছেলে মো. তুহিন। ধাওয়া করে ৪ জনকে আটক করা গেলেও তাদের সহযোগী হাসান (১৮), লম্বা ইমন (১৯) ও ছোট ইমনসহ (১৮) বাকিরা পালিয়ে যায়।চ কবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, ইয়াহিয়া তালুকদার ইমন ও মো শাওনের বিরুদ্ধে নগরের কোতোয়ালী ও চকবাজার থানায় আগেও মামলা ছিল।

পুলিশের হাতে ধরা পড়ার পর আরও একটি মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। ওসি আলমগীর আরো জানান, পরবর্তীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা করা হয় ছিনতাইকারী পারভেজ (২৮) ও মো. শাহীনকে (২৫)। এদের মধ্যে পারভেজ মিয়া বাপের বাড়ি এলাকার গাজী আকবরের ছেলে ও শাহীন চেয়ারম্যান ঘাটা এলাকার মো. আলমের ছেলে।’ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা আছে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়