শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোটা দাগে স্বাস্থ্য খাতে বিনিয়োগ কম: এম এ মান্নান

কূটনৈতিক প্রতিবেদক: [২] বড় সমস্যা অব্যবস্থাপনা: আ ফ ম রহুল হক।

[৩] বাজেট হতে হবে স্বাস্থ্য কেন্দ্রিক: আতিউর রহমান।

[৪] ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ দরকার: জাফরুল্লাহ চৌধুরী।

[৫] শনিবার উন্নয়ন সমন্বয় ও বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত ‘স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় : ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবনা ’ শীর্ষক অনলাইন আলোচনায় যুক্ত হয়ে এসব কথা বলেন তারা।

[৬] পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রাথমিক স্বাস্থ্যে মোট বিনিয়োগের অর্ধেক থাকা উচিত। শুধু স্বাস্থ্যে নয়, সকল ক্ষেত্রেই ব্যয়ের অগ্রাধিকার ঠিক করা জরুরি। আর এজন্য সংস্কার দরকার।

[৭] তিনি বলেন, সব জায়গায় টাকা ধরে রাখার প্রবণতা রয়েছে। এটা দূর করতে হবে। কমিউনিটি ক্লিনিকের সম্ভাবনা কাজে লাগাতে হবে।

[৮] সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রহুল হক বলেন, এখাতে কেনাকাটা, পোস্টিং, পদায়নসহ সামগ্রিক ব্যবস্থাপনা অনিয়ম হয়। ব্যবস্থাপনা উন্নত করা গেলে এসব বন্ধ হবে।

[৯] তিনি আইন মন্ত্রণালয়ের মত মেডিকেল ক্যাডার ব্যবস্থা প্রণয়ন, জেলা পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য বরাদ্দ বাড়ানো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে একটি স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ করেন।

[১০] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপনে বলেন, সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ২ দশমিক ৩৪ শতাংশ বিনিয়োগ হয়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে কম।

[১১] স্বাস্থ্য খাতে সুষম বন্টন হচ্ছে না। শহরে বৈষম্য বেশি। সেবা পাওয়ার ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর ও শহরের দরিদ্র মানুষের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।

[১২] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের মানুষের ৭০ শতাংশ গ্রামাঞ্চলে বাস করেন। ফলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন করতে হবে। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, এর সুষ্ঠু বাস্তবায়ন দরকার। মেডিকেল যন্ত্রপাতি, অক্সিজেন আমদানিতে কর কমাতে হবে।

[১৩] সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, পরিবার পরিকল্পনা ও নারী স্বাস্থ্য সুরক্ষায় বরাদ্দ বাড়াতে হবে।

[১৪] সংসদ সদস্য অধ্যাপক ডা. এম হাবিবে মিল্লাত বলেন, স্বাস্থ্যে ব্যয় করতে গিয়ে অনেকে দরিদ্র হয়ে যাচ্ছেন। স্বাস্থ্য খাতে টিপেটিপে চললে ২০৪০ সালে উন্নত দেশের তালিকায় যাওয়া যাবে না।

[১৫] সংসদ সদস্য শিরীণ আখতার নিজের নির্বাচনী এলাকার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র তুলে ধরে অব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করেন।

[১৬] জাতীয় অধ্যাপক সাহেলা খাতুন বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দের চেয়ে অনিয়ম বন্ধ করা দরকার।

[১৭] বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জেন্ডার বাজেট করা দরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক মোস্তাক চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়