শিরোনাম
◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোটা দাগে স্বাস্থ্য খাতে বিনিয়োগ কম: এম এ মান্নান

কূটনৈতিক প্রতিবেদক: [২] বড় সমস্যা অব্যবস্থাপনা: আ ফ ম রহুল হক।

[৩] বাজেট হতে হবে স্বাস্থ্য কেন্দ্রিক: আতিউর রহমান।

[৪] ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ দরকার: জাফরুল্লাহ চৌধুরী।

[৫] শনিবার উন্নয়ন সমন্বয় ও বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত ‘স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় : ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবনা ’ শীর্ষক অনলাইন আলোচনায় যুক্ত হয়ে এসব কথা বলেন তারা।

[৬] পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রাথমিক স্বাস্থ্যে মোট বিনিয়োগের অর্ধেক থাকা উচিত। শুধু স্বাস্থ্যে নয়, সকল ক্ষেত্রেই ব্যয়ের অগ্রাধিকার ঠিক করা জরুরি। আর এজন্য সংস্কার দরকার।

[৭] তিনি বলেন, সব জায়গায় টাকা ধরে রাখার প্রবণতা রয়েছে। এটা দূর করতে হবে। কমিউনিটি ক্লিনিকের সম্ভাবনা কাজে লাগাতে হবে।

[৮] সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রহুল হক বলেন, এখাতে কেনাকাটা, পোস্টিং, পদায়নসহ সামগ্রিক ব্যবস্থাপনা অনিয়ম হয়। ব্যবস্থাপনা উন্নত করা গেলে এসব বন্ধ হবে।

[৯] তিনি আইন মন্ত্রণালয়ের মত মেডিকেল ক্যাডার ব্যবস্থা প্রণয়ন, জেলা পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য বরাদ্দ বাড়ানো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে একটি স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ করেন।

[১০] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপনে বলেন, সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ২ দশমিক ৩৪ শতাংশ বিনিয়োগ হয়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে কম।

[১১] স্বাস্থ্য খাতে সুষম বন্টন হচ্ছে না। শহরে বৈষম্য বেশি। সেবা পাওয়ার ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর ও শহরের দরিদ্র মানুষের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।

[১২] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের মানুষের ৭০ শতাংশ গ্রামাঞ্চলে বাস করেন। ফলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন করতে হবে। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, এর সুষ্ঠু বাস্তবায়ন দরকার। মেডিকেল যন্ত্রপাতি, অক্সিজেন আমদানিতে কর কমাতে হবে।

[১৩] সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, পরিবার পরিকল্পনা ও নারী স্বাস্থ্য সুরক্ষায় বরাদ্দ বাড়াতে হবে।

[১৪] সংসদ সদস্য অধ্যাপক ডা. এম হাবিবে মিল্লাত বলেন, স্বাস্থ্যে ব্যয় করতে গিয়ে অনেকে দরিদ্র হয়ে যাচ্ছেন। স্বাস্থ্য খাতে টিপেটিপে চললে ২০৪০ সালে উন্নত দেশের তালিকায় যাওয়া যাবে না।

[১৫] সংসদ সদস্য শিরীণ আখতার নিজের নির্বাচনী এলাকার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র তুলে ধরে অব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করেন।

[১৬] জাতীয় অধ্যাপক সাহেলা খাতুন বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দের চেয়ে অনিয়ম বন্ধ করা দরকার।

[১৭] বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জেন্ডার বাজেট করা দরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক মোস্তাক চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়