মাহামুদুল পরশ: [২] গতমাসে যুদ্ধক্ষেত্রে চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দিবে মারা যাওয়ার পর দেশটির ক্ষমতা দখল করে সমারিক বাহিনী। সামরিক সরকার প্রধান হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ইদ্রিস দিবের ছেলে মোহাম্মদ ইদ্রিস দিবে। আল জাজিরা
[৩] শনিবার এই সামরিক সরকারের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীরা এবং সাধারণ জনগণের বিভিন্ন সংগঠন বিক্ষোভে নামে। বিক্ষোভকারীদের দাবি ছিলো এই সরকারের বিপরীতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে।
[৪] বিক্ষোভের সময় বিভিন্ন বার্তা সম্বলিত পতাকা উড়িয়ে এবং নানান ধরনের স্লোগান দিচ্ছিলো বিক্ষোভকারীরা। এই সময় রাস্তায় টায়ার পুড়িয়ে অবোরোধ করে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
[৫] তবে এই সময় গুরুতরভাবে কারো আহতের ঘটনা ঘটেনি। যদিও বেশকিছু বিরোধী দলীয় নেতা-কর্মীর আহত হওয়ার অভিযোগ উঠেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী