শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা দুর্যোগে মানবিক সহায়তা অব্যাহত থাকবে: এমপি মুকুল

মামুন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ (দৌলতখান-বোরহান উদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, দেশ যত দিন পর্যন্ত করোনামুক্ত না হবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্মহীণ অসহায় মানুষকে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখবেন। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছেন।

[৩] শনিবার সকাল এগারোটায় গজনবী আমির জাং স্টেডিয়ামে পৌরসভা, ভবানীপুর ইউনিয়ন ও হাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগীসংগঠনের ২ হাজার ৫০০ জন নেতাকর্মীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৪] সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ, সম্পাদক কামাল পারভেজসহ আরও অনেকে।

[৫] এমপি মুকুল আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ বিশ^ দরবারে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নত ও সমৃদ্ধ জীবন অর্জনের লক্ষ্যে দৃঢ় মনোবল নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালে এলাকায় কোন মানুষ খাদ্যাভাবে আছে কিনা তার খোঁজ রাখতে তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। পরে টাউন হলে ভিন্ন এক অনুষ্ঠানে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের ৮০০ জন নেতাকর্মীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়