সুমাইয়া ঐশী: [২] পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে জয়ী হয়ে বুধবার শপথ নেন মমতা বন্দোপাধ্যায়। তবে ঐ দিন তৃণমূল কংগ্রেসের অন্যান্য মন্ত্রীরা শপথ নেননি। কথা ছিলো, রোববার অনুষ্ঠিত হবে মন্ত্রীসভার শপথগ্রহণ। তবে এ সিদ্ধান্ত পরিবর্তন করে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার স্থানীয় সময় সকাল ১১ টায়। নিউজ কম্বো, দ্য হিন্দু, আনন্দবাজার
[৩] করোনার কারণে এবার মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত। স্বাস্থ্যবিধি মেনে শপথ নেবেন মন্ত্রীরা। রাজভবনে এ শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ধনখড়। সেই সঙ্গে জানা যাবে এবার দলটির মন্ত্রীসভায় কারা কারা থাকছেন। যদিও এর আগে বলা হয়েছিলো, এবারের মন্ত্রীসভায় পুরনো নেতাদের সঙ্গে থাকবে বেশ কিছু নতুন মুখ।
[৫] সোমবার শপথগ্রহণ শেষে স্থানীয় সময় ৩টায় মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় নব নির্বাচিত মন্ত্রীদের কাজ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল