শিরোনাম
◈ ঢাকায় ভূমিকম্পে আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড় ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী সন্ধ্যা রায় হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক : জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি। শুক্রবার (৭ মে) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বর্ষিয়ান এ অভিনেত্রী।

তবে ৮০ বছরের অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। খবর আনন্দবাজারের।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার শরীরে যে উপসর্গগুলো রয়েছে, সেই মোতাবেক চিকিৎসা চালানো হবে। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়। কোভিডকালে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ টলিপাড়ার শিল্পী ও অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শিল্পী তথা কলাকুশলীরা।

৫০-এর দশকে মাত্র ১৬ বছর বয়সে সিনে দুনিয়ায় পা রাখেন সন্ধ্যা রায়। তার প্রথম ছবি ‘মামলার ফল’ মুক্তি পায় ১৯৫৭ সালে। এরপর ‘গঙ্গা’, ‘মায়ামৃগ’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘আরোগ্য নিকেতন’, ‘ঠগিনী’-র মতো ছবিতে তার অভিনয় চিরস্মরণীয়। ‘বাবা তারকনাথ’ অভিনেত্রীকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল।

সেই জনপ্রিয়তার জোরেই ২০১৪ সালে রাজনীতিতে যোগদান করেন সন্ধ্যা রায়। বিপুল ভোটে জিতে অভিনেত্রী লোকসভার সাংসদ হন। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আর দাঁড়াননি সন্ধ্যা রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়