লুৎফর রহমান হিমেল: ছবিটির দিকে তাকিয়ে দেখুন, বোধ করি কোনো কিছুরই অভাব ছিলো না গেটস ফ্যামেলির। কমপ্লিট ফ্যামেলি যাকে বলে। তারপরও কিছু অভাববোধ থাকে ব্যক্তির একান্ত। যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। বিল আর মেলিন্ডা নিঃশ্বাস দূরত্বে বসবাস করেও সেরকম অভাব বোধ করছিলেন বৈকি! এমন ঘটনায় তাই বাইরে থেকে কারও কোনো মন্তব্য করা কখনোই উচিত নয়। বিষয়টি শুধু তাদের দুজনেরই বিষয়। তারা তিন দশকের বিবাহিত জীবনের বিচ্ছেদ টেনেছেন। গতকালই টুইটারে এক বিবৃতি দিয়ে খবরটি জানিয়েছেন সবাইকে।
বিবাহ বিচ্ছেদে কেউ মরে না। বরং ভুলবুঝাবুঝি নিয়েও সংসারের ঘানি টানতে গিয়ে আত্মহত্যা পর্যন্ত করে মানুষ, অনেক নজীর দেখা গেছে দেশে-বিদেশে। ফেসবুক থেকে