শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুজিস্তা নূর-ই নাহারিন: বিল গেটস দাম্পত্য জীবন নিয়ে খুব ইতিবাচক ছিলেন

খুজিস্তা নূর-ই নাহারিন: বিল গেটস এর বিখ্যাত উক্তি, ‘জীবনে সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো দাম্পত্য জীবনে উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া।’ জীবনের সঠিক সঙ্গী সব সময়ের জন্য সঠিক হয় না এই বিচ্ছেদ তারই সাক্ষ্য বহন করে। ২০১৯ সালে ২৫তম বিয়েবার্ষিকীতে সানডে টাইমসকে মেলিন্ডা বলেছিলেন, তাদের বিয়েটা বেশ কঠিন পর্যায়ে ঠেকেছে। বিল নিয়মিত দিনের ১৬ ঘণ্টা কাজ করেন। পরিবারের জন্য তার সময় বের করা দুঃসাধ্য হয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে, নিজেদের কাজ নিয়ে দুজন দুজনকে সময় দিতে না পারায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আর এই কারণে বিয়ে বিচ্ছেদের পথে হাঁটতে হলো তাদের। তবে বিল গেটস দাম্পত্য জীবন নিয়ে খুব ইতিবাচক ছিলেন। মেলিন্ডা নিজেই বলেছিলেন বিল কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতেন। এমনকি তিনি বিয়ের ভালো মন্দ দিকগুলো নোটবুকে লিখেও রাখতেন। বিলগেটস এবং মেলিন্ডা গেটস বিশ্বের অন্যতম philanthropists মানে চ্যারিটি ডোনারস।

তাদের বিচ্ছেদ মানে এই নয় বিচ্ছেদ পরবর্তী জীবন তারা দুজনে আরাম আয়েসের পেছনে সমস্ত অর্থ ব্যয় করবেন। ভীষণ মেধাবী, পরিশ্রমী, সাকসেসফুল এবং কেলকুলেটিভ এই জুটি আলাদা থেকে হলেও একই সাথে আর্ত মানবতার সেবায় জনকল্যাণ মূলক কাজ গুলো অব্যাহত রাখবেন। যারা পরিশ্রম করে সফল হন তারা কখনো ধ্বংস লীলায় মেতে উঠতে পারেন না। এই বিচ্ছেদের পেছনে মানুষ ৫৬ বছর বয়সী মেলিন্দার লাভ-লস যতো হিসেবই খুঁজুক দিনশেষে সব মিথ্যা প্রমাণিত করে তাদের সম্পদের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে মনে করছি। বিখ্যাত এই দম্পতী থেকে শিক্ষা নিন নিজের স্ত্রীকে সময় দিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়