তাপসী রাবেয়া: [২] জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ও ফিরে আসার জন্য পুলিশের বিশেষ অ্যাপ ব্যবহার করে আলাদা মুভমেন্ট পাস নিতে হবে। পুলিশের এমন নির্দেশনা এখন আর মানছেনা কেউ। পাশাপাশি পুলিশও রাস্তায় যানবাহন ও মানুষের ভীড়ের কারণে মুভমেন্ট পাস দেখতে চাইছেনা। প্রথমাবস্থায় মুভমেন্ট পাস নিয়ে তোড়জোড় লক্ষ্য করা গেলেও এখন তা নেই। অনেকেই ভুলে গেছেন মুভমেন্ট পাসের বিষয়।
[৩] পুলিশ কর্মকর্তারা বলছেন, মার্কেট ও শপিং মল খোলা। ব্যক্তিগত গাড়ির চাপেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এ অবস্থায় মুভমেন্ট পাসের বিষয়ে জনে জনে জানতে চাওয়া হয়ে উঠছেনা। তবে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট রয়েছে আগের মতই।
[৪] এদিকে লকডাউনে গণপরিবহন না থাকায় অফিসগামী লোকজন ও জরুরি প্রয়েজনে বের হওয়া অসংখ্য মানুষ প্রতিদিন চরম বিড়ম্বনায় পড়ছেন। বেশিরভাগ লোকজন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও মাইক্রোবাস ও এ্যাম্বুলেন্স চলছে গণপরিবহনের বিকল্প হিসেবে। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ অবস্থা চলছে।
[৫] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লকডাউনে বাসা থেকে নিতান্ত প্রয়োজনে কাউকে বের হতে হলে মুভমেন্ট পাসের জন্য ওপরের ওয়েব ঠিকানায় ঢুকে আবেদন করতে হবে। শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেই সব তথ্য ধাপে ধাপে দিতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে আবেদন জমা (সাবমিট) দিতে হবে। এরপর ফিরতি মেইল বা বার্তা আবেদনকারীকে পাঠানো হবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট নেওয়া যাবে। প্রিন্ট কপিটিই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।