শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরসরাইয়ে ৬ হাজার ৫’শ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দিদারুল আলম: [২] চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে প্রায় ২০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসাইন আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

[৩] সোমবার (৩ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় তাকে আটক করা হয়। এসময় ৬ হাজার ৫’শ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

[৪] র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবেশে হাইস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাওয়ার খবর আসে। সোমবার (৩ মে) বেলা ১১টার দিকে র‌্যাবের একটি টিম মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

[৫] এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি হাইস গাড়ীকে থামার সংকেত দিলে চালক হাইসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামায়। এসময় হাইসে থাকা এক ব্যক্তি সুকৌশলে পাালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদ্যরা ধাওয়া করে আসামি মোঃ হোসাইন আলী (৩৩) নামে একজনকে আটক করে।

[৬] আটককৃত আলী হোসাইন কক্সবাজার সদরের দক্ষিণ সাহিত্যকাপল্লী এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র। এরপর তার কাছে থাকা ব্যাগের ভিতর হতে ৬ হাজার ৫’শ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

[৭] গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে।

[৮] গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়