সুজন কৈরী : রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে র্যাব-১০। আটক করা হয়েছে জাকির হোসেন (৫৬) নামের ওষুধ কালোবাজারী চক্রের একজন সদস্যকে।
সোমবার র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাতে চকবাজার মডেল থানাধীন সোয়ারীঘাটস্থ বিআইডব্লিউটিএ ল্যান্ডিং ষ্টেশন এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। এ সময় আনুমানিক ১ লাখ টাকা মূল্যের ১৩২পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় ওষুধ কালোবাজারী চক্রের ওই সদস্যকে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ২০ হাজার ২১০টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করছিলেন।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।