শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেকুয়ায় যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নি্‌উজ: কক্সবাজারের পেকুয়ায় জয়নাল আবেদীন (৩৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৬) নামে আরও দু’জন।রোববার (২ মে) রাতে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনের আশুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন এ ইউনিয়নের আফজালিয়া পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে। আলী আকবর একই এলাকার রুস্তম আলীর ছেলে ও রিফা আক্তার স্থানীয় মহি উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে আশুর দোকানের সামনে আফজালিয়া পাড়ার বদি আলমের ছেলে আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার মৃত নুরুল হোছেনের ছেলে নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে সায়েদ, মোজাম্মেল, মোস্তাক, বুলু, আবুল কাশেম, আহমদ কবির, মকছুদ, নেছার, জিয়াবুলসহ আরও ১০/১৫ জন সশস্ত্র হামলা করেন জয়নাল আবেদীনের ওপর। এসময় তারা তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যান।

জয়নালের সঙ্গে থাকা আলী আকবরের বুকেও গুলি লাগে এসময়। এছাড়া রিফা নামে একটি কিশোরীও আহত হয় এ ঘটনায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. তাহমিদুল ইসলাম তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নালের মৃত্যু হয়।

স্থানীয় আবদু রহিম বলেন, কিছুদিন আগে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।বাংলা নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়