শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেকুয়ায় যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নি্‌উজ: কক্সবাজারের পেকুয়ায় জয়নাল আবেদীন (৩৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৬) নামে আরও দু’জন।রোববার (২ মে) রাতে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনের আশুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন এ ইউনিয়নের আফজালিয়া পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে। আলী আকবর একই এলাকার রুস্তম আলীর ছেলে ও রিফা আক্তার স্থানীয় মহি উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে আশুর দোকানের সামনে আফজালিয়া পাড়ার বদি আলমের ছেলে আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার মৃত নুরুল হোছেনের ছেলে নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে সায়েদ, মোজাম্মেল, মোস্তাক, বুলু, আবুল কাশেম, আহমদ কবির, মকছুদ, নেছার, জিয়াবুলসহ আরও ১০/১৫ জন সশস্ত্র হামলা করেন জয়নাল আবেদীনের ওপর। এসময় তারা তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যান।

জয়নালের সঙ্গে থাকা আলী আকবরের বুকেও গুলি লাগে এসময়। এছাড়া রিফা নামে একটি কিশোরীও আহত হয় এ ঘটনায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. তাহমিদুল ইসলাম তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নালের মৃত্যু হয়।

স্থানীয় আবদু রহিম বলেন, কিছুদিন আগে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।বাংলা নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়