রাকিবুল রিফাত: [২] মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চীনের জিনজিয়াংয়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এক টুকরো ময়লা কাগজের চেয়ে বেশি কিছু নয়
[৩] শনিবার জিনজিয়াং প্রদেশের আঞ্চলিক সরকারের মুখপাত্র চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস কে দেওয়া স্বাক্ষাৎকারে বলেন, নিষেধাজ্ঞার আসল উদ্দেশ্য চীনা কোম্পানিগুলোকে আর্ন্তজাতিক বাণিজ্যে বাধা দেওয়া। গ্লোবাল টাইমস
[৪] কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন এবং ইইউ একত্রিতভাবে এই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে। সরকারের মুখপাত্রে আরোও বলেন তাদের আসল উদ্দেশ্য হলো জিনজিয়াংকে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করা।
[৫] জিনজিয়াং ইস্যু নিয়ে চীনের ওপর চাপ বাড়তে থাকা সত্ত্বেও উইঘুর মুসলিম বিষয়ে কোন মানবাধিকার লঙ্ঘন হয়নি প্রমাণ করতে চেষ্টা করছে চীন প্রশাসন। অভিযোগ মোকাবেলায় জিনজিয়াংয়ে সাংবাদিকদের পর্যবেক্ষণ করার অনুমতি দিয়েছে বেইজিং। তবে অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করতে পর্যবেক্ষণকারী সাংবাদিকরা জানিয়েছে, পুলিশ তাদের অনুসরণ করেছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল