শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, অভিভাবকদের স্মার্ট ডিভাইস থাকলে শিক্ষার্থীরা গুগল মিটের মাধ্যমে ক্লাস্টারে অংশগ্রহণ করতে পারবে। গ্রামাঞ্চলে ১০ লাখ এবং শহরাঞ্চলে ২০ শিক্ষার্থীকে নিয়ে গুগল মিটে পাঠদান পরিকল্পনা করা হয়েছে। প্রায় ৩ হাজার ক্লাস্টারে এ পাঠদান করানো হবে।
[৩] রোববার প্রাথমিকের মহাপরিচালক জানান, বিচ্ছিন্নভাবে অনলাইন ক্লাস পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি গুগল মিটে সারাদেশে কেন্দ্রিয়ভাবে এই ক্লাস পরিচালনা করা হবে। প্রতিটি ক্লাস্টারে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থী সংখ্যা বেশি হলে অপর একটি ক্লাস্টার গঠন করা হবে। গ্রামাঞ্চলে ক্লাস্টারভিত্তিক একটি কেন্দ্র করে অনলাইন ক্লাস নেওয়া হলেও শহরের প্রতিটি বিদ্যালয়ে গুগল মিটে ক্লাস হবে।
[৪] আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা গুগল মিটে ক্লাস নেবেন। প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তাদের প্রশিক্ষন দেওয়া হবে। গুগল মিটের ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
[৫] তিনি বলেন, যেসব এলাকায় অনলাইন নেই, গুগল মিটের ক্লাসে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য টেলিভিশন, রেডিও ও মোবাইল ফোনেও ক্লাস করার সুযোগ থাকবে। প্রয়োজনে শিক্ষকরা সরাসরি অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পাঠ সরবরাহ করবেন।