শিরোনাম
◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকে অনলাইন শিক্ষার পাশাপাশি গুগল মিটে হবে ৩০ লাখ শিক্ষার্থীর পাঠদান

শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, অভিভাবকদের স্মার্ট ডিভাইস থাকলে শিক্ষার্থীরা গুগল মিটের মাধ্যমে ক্লাস্টারে অংশগ্রহণ করতে পারবে। গ্রামাঞ্চলে ১০ লাখ এবং শহরাঞ্চলে ২০ শিক্ষার্থীকে নিয়ে গুগল মিটে পাঠদান পরিকল্পনা করা হয়েছে। প্রায় ৩ হাজার ক্লাস্টারে এ পাঠদান করানো হবে।

[৩] রোববার প্রাথমিকের মহাপরিচালক জানান, বিচ্ছিন্নভাবে অনলাইন ক্লাস পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি গুগল মিটে সারাদেশে কেন্দ্রিয়ভাবে এই ক্লাস পরিচালনা করা হবে। প্রতিটি ক্লাস্টারে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থী সংখ্যা বেশি হলে অপর একটি ক্লাস্টার গঠন করা হবে। গ্রামাঞ্চলে ক্লাস্টারভিত্তিক একটি কেন্দ্র করে অনলাইন ক্লাস নেওয়া হলেও শহরের প্রতিটি বিদ্যালয়ে গুগল মিটে ক্লাস হবে।

[৪] আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা গুগল মিটে ক্লাস নেবেন। প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তাদের প্রশিক্ষন দেওয়া হবে। গুগল মিটের ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

[৫] তিনি বলেন, যেসব এলাকায় অনলাইন নেই, গুগল মিটের ক্লাসে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য টেলিভিশন, রেডিও ও মোবাইল ফোনেও ক্লাস করার সুযোগ থাকবে। প্রয়োজনে শিক্ষকরা সরাসরি অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পাঠ সরবরাহ করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়