শিরোনাম
◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জের দিরাইয়ের একটি হাওর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির দ্বিখন্ডত ভাসমান লাশ উদ্ধার উদ্ধার

জাকারিয়া হোসেন জোসেফ: সুনামগঞ্জের দিরাইয়ের মঙ্গলপুর বিল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির দ্বিখন্ডত ভাসমান লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়,আজ শনিবার রাত পৌনে ১০টায় মঙ্গলপুর বিলে দুটি স্থান থেকে এক ব্যক্তির হাত পা এবং আরেকটি স্থানে পুরো বডির দ্বিখন্ডত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা হাওরে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করে।
তবে লাশের কোন পরিচয় জানা যায়নি। লাশটির শরীরের বিভিন্ন অংশে দাড়াঁলো অস্ত্রের আঘাত রয়েছে এবং লাশে দুগন্ধ থাকায় পুলিশ ধারনা করছে এই ব্যক্তিকে গত ৪/৫দিন পূর্বে কেহ হত্যা করে এই বিলে ফেলে দিয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের রির্পোট ছাড়া ঘটনাটির মোটিভ পুরোপুরি বলা যাবে না তবে দ্বিখন্ডিত লাশ দেখে অনুমান করা হচ্ছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিছুক্ষণ পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়