শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন নানিও

ডেস্ক রিপোর্ট: আট বছরের শিশু সাইফিন। খালের পাশে খেলা করা অবস্থায় হঠাৎ সে পানিতে পড়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবরটি পান নানি মমতাজ বেগম (৬০)। তিনি নাতিকে চোখের সামনে পানিতে হাবুডুবু খেতে দেখে আর স্থির থাকতে পারেননি। নাতিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে খালে লাফ দেন। তবে তিনি নাতিকে বাঁচাতে পারেননি। এমনকি করুণ মৃত্যু হয়েছে তারও।

শনিবার (১ মে) সকাল ১০টায় চাঁদপুরের সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর গ্রামের প্রধানিয়া বাড়িতে খালের পানিতে ডুবে একসঙ্গে নানি-নাতির মৃত্যু হয়।

মারা যাওয়া মমতাজ বেগম ওই বাড়ির আব্দুল বারেক মিয়ার স্ত্রী ও সাইফিন হোসেন তার মেয়ে নাজমা খাতুনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সাইফিন অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের খাল পাড়ে খেলা করছিল। এসময় সে খেলার মাঝে হঠাৎ খালের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে তার নানি মমতাজ বেগম দৌড়ে এসে নাতিকে বাঁচানোর জন্য খালের পানিতে ঝাঁপ দেন। পরে দুজনই পানিতে ডুবে মারা যান।

খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।

তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়