শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন নানিও

ডেস্ক রিপোর্ট: আট বছরের শিশু সাইফিন। খালের পাশে খেলা করা অবস্থায় হঠাৎ সে পানিতে পড়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবরটি পান নানি মমতাজ বেগম (৬০)। তিনি নাতিকে চোখের সামনে পানিতে হাবুডুবু খেতে দেখে আর স্থির থাকতে পারেননি। নাতিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে খালে লাফ দেন। তবে তিনি নাতিকে বাঁচাতে পারেননি। এমনকি করুণ মৃত্যু হয়েছে তারও।

শনিবার (১ মে) সকাল ১০টায় চাঁদপুরের সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর গ্রামের প্রধানিয়া বাড়িতে খালের পানিতে ডুবে একসঙ্গে নানি-নাতির মৃত্যু হয়।

মারা যাওয়া মমতাজ বেগম ওই বাড়ির আব্দুল বারেক মিয়ার স্ত্রী ও সাইফিন হোসেন তার মেয়ে নাজমা খাতুনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সাইফিন অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের খাল পাড়ে খেলা করছিল। এসময় সে খেলার মাঝে হঠাৎ খালের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে তার নানি মমতাজ বেগম দৌড়ে এসে নাতিকে বাঁচানোর জন্য খালের পানিতে ঝাঁপ দেন। পরে দুজনই পানিতে ডুবে মারা যান।

খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।

তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়