শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে আ’লীগ নেতার বাড়ীতে অস্ত্র নিয়ে মুখোশধারীদের প্রবেশ, পরিবারে আতঙ্ক

সোহাগ হাসান: [২] জেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সুমন শেখের বাড়ীতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রাতের আধারে প্রবেশ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। মুখোশধারীদের অস্ত্রের ভয়ে সুমনের পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। এঘটনায় সুমন শেখের মামা আবুল হোসেন বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছে।

[৩] শুক্রবার (৩০ এপ্রিল) রাত দেড় টার দিকে পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মো. সুমন শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড় টার দিকে ৪/৫ জন্য মুখোশ ধারী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ির গেট টপকে ভিতরে প্রবেশ করে। এসময় সুমনের স্ত্রী টের পেয়ে লাইট জালানোর পর মুখোশধারীদের দেখতে পায়। তাদের হাতে ধারালো অস্ত্র দেখে চিৎকার করলে মুখোশধারীরা পালিয়ে যায়।

[৫] আ’লীগ নেতা সুমন শেখ বলেন, রাতে আমাকে হত্যার উদ্যেশ্যে মুখোশধারীরা অস্ত্র নিয়ে আমার বাড়ীতে প্রবেশ করে। আমার স্ত্রী টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আমি আমার মামাসহ স্থানীয় নেতাদের অবগত করি। আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

[৬] সিরাজগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ মো. নুরুল হক ও স্থানীয় মুরুব্বী ইয়ার আলী বলেন, ঘটনাটি শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ীতে দুর্বৃত্তদের প্রবেশর চিহ্ন রয়েছে। এই নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

[৭] অভিযোগকারী মোঃ আবুল হোসেন বলেন, আমার বোনের ছেলে সুমনের বাড়ীতে শুক্রবার রাতে দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে প্রবেশ করে। শুধু এবাই নয়, এর আগেও এধরনের ঘটনা ঘটেছে। তাই আমাদের নিরাপত্তার জন্য সদর থানায় একটি সাধারণ ডাইরী করেছি যাহার নং -১৫৩৯/২১, তারিখ ৩০ এপ্রিল ২০২১।

[৮] এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জী জানান, জানপুর মহল্লায় সুমনের বাড়ীতে অস্ত্র নিয়ে প্রবেশ করেছে দুবৃর্ত্তরা। এসংক্রান্ত একটি জিডি হয়েছে। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়